বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হারের পরও ইতিবাচক মাহমুদুল্লাহ

  •    
  • ৫ সেপ্টেম্বর, ২০২১ ২০:৫৩

হার নিয়ে মাঠ ছাড়লেও বিষয়টিতে নেতিবাচক কিছু দেখছেন না অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সিরিজ জয়ের বিষয়ে আশাবাদী তিনি।

সিরিজে টানা দুই ম্যাচ জয়ের পর তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। তবে হারের পরও ইতিবাচকই থাকছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

নিউজিল্যান্ডের দেয়া ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিক দল। এই সুবাদে ৫২ রানের জয় নিয়ে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।

শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার আগে ব্যাট করে ১২৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপসরা। হোম অফ ক্রিকেটের উইকেটে এই স্কোর ছিল তাড়া করার মতই, কিন্তু ব্যাটিং বিপর্যয়ের কারণে সেটি করা সম্ভব হয়নি টাইগারদের।

এমন হারেও নেতিবাচক কিছু দেখছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সিরিজ জয়ের বিষয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, তাড়া করার মতই ছিল। বোলাররা ভালো করেছিল। আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু শুরুর ছন্দটা ধরে রাখতে পারিনি। আশা করি, ভালোভাবে ঘুরে দাঁড়াব।’

সিরিজের তৃতীয় ম্যাচে দলের ভরসার জায়গা মিডল অর্ডার থেকে আসেনি বড় কোনো পার্টনারশিপ। আর হারের জন্য তাদের ব্যর্থতাকেই দুষছেন ডানহাতি এই অলরাউন্ডার।

রিয়াদ বলেন, ‘আমার মনে হয় মিডল অর্ডার ভালোই করছে। গত ম্যাচে টপ অর্ডার ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজ মিডল অর্ডারে পার্টনারশিপ হয়নি। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে এবং ঘাটতি নিয়ে কাজ করতে হবে।

সিরিজের বাকি দুই ম্যাচ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘এখনও আমরা এগিয়ে আছি। আরও দুটি ম্যাচ বাকি আছে। পরের ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করব।’

আগামী ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর