বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিজের ওষুধের স্বাদ পেল বাংলাদেশ

  •    
  • ৫ সেপ্টেম্বর, ২০২১ ১৯:২১

বাংলাদেশকে ৭৬ রানে আটকে দিয়ে ৫২ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্ল্যাকক্যাপস। ২০১৬ সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষে ৭০ রানে গুটিয়ে যায় টাইগাররা। একই প্রতিপক্ষের হাত ধরে এল দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডটি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে দিয়ে তাদের সর্বনিম্ন রানের লজ্জায় ডুবিয়েছিল বাংলাদেশ। সেটার জবাব এত দ্রুত দেবে নিউজিল্যান্ড, সেটা হয়তো ভাবেনি স্বাগতিক দল।পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে এসে ৬০ রানে গুটিয়ে দেয়ার প্রতিশোধটাই যেন নিল সফরকারী দল। বাংলাদেশকে ৭৬ রানে আটকে দিয়ে ৫২ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্ল্যাকক্যাপস।

এর আগে ২০১৬ সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে গুটিয়ে যায় টাইগাররা। একই প্রতিপক্ষের হাত ধরে এল দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডটি।

ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টিতে দলকে জয় এনে দিতে পারলেন না টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

নিউজিল্যান্ডের তিন স্পিনারের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের লাইনআপ। এতদিন যে স্পিনে প্রতিপক্ষকে ঘায়েল করেছে টাইগাররা, সেই অস্ত্রে নিজেদের কুপোকাত হতে হলো তাদের৷

সফরকারীদের দেয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে প্রতিপক্ষকে বেশ ভালো জবাব দিচ্ছিল টাইগাররা। ২৩ রানে লিটনের বিদায়ের পর পাল্টে যায় পাশার দান।

ম্যাচের চতুর্থ ওভার থেকে শেরে বাংলায় শুরু হয় বাংলাদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার মিছিল। মিছিলে শামিল হন সাকিব, মাহেদী, মাহমুদুল্লাহ, আফিফ, সোহান। ফলে ৫৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিক দল।

উইকেটের এক প্রান্ত আগলে রাখেন মুশফিকুর রহিম। তাতে খুব একটা লাভ হয়নি। ৫২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। অপরাজিত থাকেন তিনি। আর নিউজিল্যান্ডের হয়ে আজাজ প্যাটেল নেন চারটি উইকেট আর কোল ম্যাককঞ্চি শিকার করেন তিনটি।

এর আগে, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লেইথাম।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও বেশিক্ষণ সে ধারা ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলে মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে সাজঘরে ফিরে যান ফিন অ্যালেন।

প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে উইল ইয়ংকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন রাচিন রাভিন্দ্রা। দলীয় ৪৬ রানে ইয়ংকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন সাইফউদ্দিন।

এরপর হুট করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। ৪৬ রানে দুই উইকেট থেকে ৬২ রানে যেতে যেতেই পাঁচ উইকেট নেই নিউজিল্যান্ডের।

সে সময় দলের ত্রাতা হয়ে আসেন হেনরি নিকোলস ও টম ব্লান্ডল। দ্রুতগতির ব্যাটিংয়ে সচল রাখেন রানের চাকা।

এই দুইজনের ব্যাটে পাঁচ উইকেটে ১২৮ রানের পুঁজি তোলে ব্ল্যাকক্যাপস। নিকোলস অপরাজিত থাকেন ৩৬ রানে আর ব্ল্যান্ডল করেন ৩০।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন। একটি করে উইকেট নেন মাহমুদুল্লাহ, মাহেদী হাসান ও মুস্তাফিজ।

এ বিভাগের আরো খবর