বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপীয় অঞ্চলে বড় জয় পেয়েছে বেলজিয়াম ও ইংল্যান্ড। চমক দেখিয়ে হেরে গেছে স্পেন।
এস্তোনিয়াকে তাদের মাঠে ৫-২ গোলে হারিয়েছে বেলজিয়াম। আর হাঙ্গেরির মাঠে ইংল্যান্ডের জয় ৪-০ গোলে।
তালিনে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বেলজিয়াম। দ্বিতীয় মিনিটে মাতিয়াস কাইট এস্তোনিয়াকে এগিয়ে দেয়ার ২০ মিনিট পর হানস ভানাকেন বেলজিয়ানদের হয়ে সমতা ফেরান। এর ৯ মিনিট পর তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকুর গোলে লিড নেয় বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে আরও দুর্দান্ত হয়ে ওঠে রেড ডেভিলস। একে একে ৩টি গোল করে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি।
গোলবন্যার শুরুটা করেন লুকাকু। এই চেলসি ফরোয়ার্ড ৫২ মিনিটে স্কোরলাইন ৩-১ বানিয়ে দেন।
ম্যাচকে এস্তোনিয়ার নাগালের বাইরে নিয়ে যান অ্যাক্সেল ভিটসেল। ৬৫ মিনিটে তার স্ট্রাইকে স্কোর দাঁড়ায় ৪-১।
বেলজিয়ানদের হয়ে পঞ্চম গোলটি আসে টমাস ফকেটের পা থেকে। ৭৮ মিনিটে গোল করেন স্তাদে রেঁসের এই রাইট ব্যাক।
ম্যাচ শেষ হওয়ার মিনিট সাতেক আগে এরিক সোরগা এস্তোনিয়ার হয়ে আরেকটি গোল শোধ করলেও সেটা স্কোরলাইনে খুব একটা পার্থক্য আনতে পারেনি।
৫-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বেলজিয়াম। এই জয়ে গ্রুপ-ইতে ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
রাতের অন্য ম্যাচে গ্রুপ-আইয়ে বুদাপেস্টে হাঙ্গেরিকে কোনো সুযোগই দেয়নি ইংল্যান্ড।
প্রথমার্ধে কেইন-স্টার্লিংদের আটকে রাখে হাঙ্গেরি। দ্বিতীয়ার্ধে ভেঙে যায় সব বাঁধ।
রাহিম স্টার্লিংয়ের ৫৫ মিনিটের গোল দিয়ে শুরু। একে একে গোল উৎসবে যোগ দেন হ্যারি কেইন, হ্যারি ম্যাগুয়ার ও ডিক্লান রাইস।
হাঙ্গেরির বিপক্ষে গোল করার পর ইংল্যান্ডের হ্যারি কেইনের উচ্ছ্বাস। ছবি: এএফপি
কেইন ৬৩ ও ম্যাগুয়ার ৬৯ মিনিটে গোল করে ম্যাচ থেকে ছিটকে দেন হাঙ্গেরিকে। আর ম্যাচের একেবারে শেষ সময়ে ৮৭ মিনিটে রাইসের গোলে নিশ্চিত হয় ইংল্যান্ডের বড় জয়।
এই জয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। ৪ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট তাদের।
বাছাইপর্বে অঘটন ছিল স্টকহোমে। স্বাগতিক সুইডেনের কাছে গ্রুপ-বির ম্যাচে ২-১ গোলে হেরে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।
২৮ বছর পর বিশ্বকাপ বাছাইপর্বে হেরেছে স্পেন। এর আগে ১৯৯৩ সালে তারা সবশেষ ডেনমার্কের কাছে হারে। মাঝে ৬৬ ম্যাচ অপরাজিত ছিল ফুরিয়া রোহারা।
স্টকহোমে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে দুই গোল আসে। ৪ মিনিটে স্পেনকে এগিয়ে দেন কার্লোস সোলের। পরের মিনিটে সুইডেনকে সমতায় ফেরান আলেক্সান্ডার আইসাক।
৫৭ মিনিটে সুইডেনকে জয়সূচক গোলটি উপহার দেন ভিক্টর ক্লেসন।
এই হারে গ্রুপ-বিতে দুইয়ে নেমে গেল স্পেন। ৪ ম্যাচে তাদের ঝুলিতে ৭ পয়েন্ট। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সুইডেন।
রাতের আরেক ম্যাচে জয় পেয়েছে জার্মানি। লিখটেনস্টাইনকে ২-০ গোলে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইউরো চ্যাম্পিয়ন ইতালি ১-১ গোলে ড্র করেছে বুলগেরিয়ার সঙ্গে।