জাতীয় ফুটবল দলের মূল লক্ষ্য এখন অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ। কিরগিজস্তানে তিন ম্যাচের সিরিজের যজ্ঞ সবই সাফের আরাধ্য শিরোপা ফিরে আনার লক্ষ্যে জানালেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে।
বুধবার কিরগিজস্তান সিরিজ সামনে রেখে প্রেস কনফারেন্সে সাফ লক্ষ্যের কথা জানান এই ইংলিশ ট্যাকটিশিয়ান।
জেমি বলেন, ‘অক্টোবরে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ আছে। এখানে তিন ম্যাচ কী অবস্থা দাঁড়ায় দলের দেখব।’
৫, ৭ ও ৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে যথাক্রমে ফিলিস্তিন, কিরগিজস্তান জাতীয় দল ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ।
কিরগিজস্তান সফর সাফের প্রস্তুতিতে আত্মবিশ্বাস দেবে বলে জানান জেমি। বলেন, ‘বড় প্রতিপক্ষের সঙ্গে আমাদের এক্সপেরিমেন্ট করাই আসলে লক্ষ্য। সাফের জন্য নিজেদের ঝালিয়ে নেয়াটা জরুরি। ইতিবাচক ফল পেলে আত্মবিশ্বাস বাড়াবে।’
গত ৫ দিন কিরগিজস্তানে অনুশীলন করছে জাতীয় দল। আর চার দিন পরে প্রথম ম্যাচ। দেশটির আবহাওয়া মানিয়ে নিয়েছেন বলে জানালেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বলেন, ‘আবহাওয়া ভালো এখানে। বাংলাদেশে অনেক হিউমিডিটি। এখানে পিচ-মাঠ ভালো। এখানে অভিযোগ করার কিছু নেই।’
প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে গ্যালারিতে বাংলাদেশি ভক্তদের থাকার আহ্বান জানিয়ে জামাল বলেন, ‘সত্যি বলতে কি, কিরগিজস্তানে বাংলাদেশি ভক্ত আছে কি না আমি জানি না। তারা যদি ম্যাচ দেখতে মাঠে আসে, আমরা খুশি হব। কিরগিজস্তান থেকে আমাদের অধিকাংশ ভক্তের প্রত্যাশা করছি।’
প্রেস কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন কিরগিজ জাতীয় ফুটবল দলের হেড কোচ আলেকজান্ডার ক্রিস্টিনি এবং খেলোয়াড় ফারহাত মুসাবিকোভ, প্যালেস্টাইন জাতীয় ফুটবল দলের হেড কোচ মাকরাম দাবুব ও খেলোয়াড় ইয়াসির হামিদ।