বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তামিম সাহসী সিদ্ধান্ত নিয়েছেন: পাপন

  •    
  • ১ সেপ্টেম্বর, ২০২১ ২১:০৯

লম্বা সময় দলকে সার্ভিস দেয়া খেলোয়াড়দের বিশ্বকাপে সুযোগ করে দিতে ও দীর্ঘদিন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে থাকার কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান তামিম। তামিমের এই সিদ্ধান্তের সঙ্গে সম্পুর্ণ একমত পাপন।

চলতি মাসে হাঁটুর ইনজুরি থেকে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেয়ার কথা ছিল জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের। বুধবার হুট করে নিজের ফেসবুকে এক ভিডিও বার্তা দিয়ে নিজেকে বিশ্বকাপ থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন বাঁহাতি এই ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তামিমকে নিয়ে এরই মধ্যে সাজিয়ে ফেলে তাদের বিশ্বকাপের পরিকল্পনা। সেই মোতাবেক তাকে রেখে গোছানো হয় বিশ্বকাপ স্কোয়াড।

বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তেই নিজ থেকেই তরুণদের জায়গা করে দিতে সরে দাঁড়িয়েছেন তামিম।

তামিমের এই সিদ্ধান্তকে বেশ সাহসী সিদ্ধান্ত হিসেবে মানছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একই সঙ্গে সামনের বিশ্বকাপে তামিম ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন বিসিবি বস।

পাপন বলেন, ‘তামিম যদি দলে আসে, সে সব সময় প্রথম পছন্দ, বাদ দেওয়ার প্রশ্ন আসে না। তবে এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত। সে আমাদের প্রথম পছন্দ। এই বিশ্বকাপ দলেও ছিল। নিজের ঘোষণার পর এই স্কোয়াডে সে থাকবে না। আমাদের যে দল সেখানেও সে ছিল।

‘সামনে আরও বিশ্বকাপ আছে, সে আবার খেলবে আশা করি। সিদ্ধান্তটা সহজ নয়। সাহসী সিদ্ধান্ত। সবাই বিশ্বকাপ খেলতে চায়।’

দেড় বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটের বাইরে তামিম। সেই সময়ে দলে তার জায়গায় পালাবদল করে খেলেছেন লিটন, সৌম্য, নাঈম শেখ এবং মাহেদী হাসান।লম্বা সময় দলকে সার্ভিস দেয়া এই খেলোয়াড়দের বিশ্বকাপে সুযোগ করে দিতে ও দীর্ঘদিন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে থাকার কারণে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান তামিম। তামিমের এই সিদ্ধান্তের সঙ্গে সম্পুর্ণ একমত পাপন।সভাপতি বলেন, ‘এটা একটা সমস্যা, তামিম অনেক দিন টি–টোয়েন্টি খেলছে না। নিউজিল্যান্ড, জিম্বাবুয়েতে টি–টোয়েন্টি খেলেনি। ওর ইনজুরি থাকায় খেলেনি। তামিম ওয়ানডে অধিনায়ক, ঝুঁকি নিয়ে খেলেছে। সে এমনই দায়িত্ব থাকলে সিরিয়াসলি খেলে। যখন দল ভালো খেলে, খুব একটা দল পরিবর্তন করতে চাই না। সব চিন্তা করে যেটা বলেছে, ভালো কথাই বলেছে। ও জানে স্কোয়াডে থাকলে সে খেলবেই। তার মতে এটা হলে অনেকের জন্য অবিচার হতে পারে।’

এ বিভাগের আরো খবর