বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসি-ভক্ত রেঁসের গোলকিপার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ আগস্ট, ২০২১ ১৩:০১

২৫ বছর বয়সী সার্বিয়ান কিপার প্রেড্রাগ রাকোভিতস ছেলেকে নিয়ে যান মেসির কাছে। তিনি, তার স্ত্রী ও দুই ছেলে মেসির দারুণ ভক্ত। তাই মেসির কাছে আবদার ছেলের সঙ্গে ছবি তুলতে হবে।

লিওনেল মেসির ম্যাচ দেখতে কাল ভিড় জমান ফ্রান্সের ফুটবল-ভক্তরা। রেঁসের স্টেডিয়াম ছিল পূর্ণ। রেঁস বনাম পিএসজি ম্যাচ দেখতে টিভিতে চোখ রেখেছিলেন শতকোটি দর্শক। বার্সেলোনার পর এই প্রথম অন্য কোনো ক্লাবের হয়ে খেলছেন মেসি। এই ঐতিহাসিক মুহূর্ত কেউ হাতছাড়া করতে চাননি।

ভক্তদের নিরাশ করেননি পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। ম্যাচের ৬৬ মিনিটে নামান মেসিকে। প্রায় আধঘণ্টার মতো মাঠে ছিলেন তিনি। গোল বা অ্যাসিস্ট না পেলেও জাদুকরী কারুকাজ উপহার দিয়েছেন দর্শকদের।

ম্যাচে ২-০ গোলে হেরেছে রেঁস। তারপরও ম্যাচ শেষে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য।

রেঁসের গোলকিপার প্রেড্রাগ রাকোভিতস ছুটে গেলেন মেসির দিকে। সাধারণত ম্যাচ শেষে জার্সি অদলবদল করেন খেলোয়াড়রা। তবে প্রেড্রাগের অনুরোধটা ছিল একটু ভিন্ন।

মেসির সঙ্গে নিজের ছেলের ছবি তুলছেন রেঁসের গোলকিপার প্রেড্রাগ রাকোভিতস। ছবি: টুইটার

২৫ বছর বয়সী এই সার্বিয়ান কিপার নিজের ছেলেকে নিয়ে যান মেসির কাছে। তিনি, তার স্ত্রী ও দুই ছেলে মেসির দারুণ ভক্ত। তাই মেসির কাছে আবদার ছেলের সঙ্গে ছবি তুলতে হবে।

মেসিও হাসিমুখে পূরণ করেছেন তাদের আবদার। রাকোভিতসের ছেলেকে কোলে নিয়ে ছবি তুলেছেন এই মহাতারকা।

সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন রাকোতিভসের স্ত্রী অ্যানা। ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ লিওনেল মেসি’।

রাকোভিতস ও অ্যানার দেশ সার্বিয়াতে ছবিটি ভাইরাল হয়ে গেছে। পুরো বিশ্বের মতো সার্বিয়াতেও মেসি অত্যন্ত জনপ্রিয়। নোভাক জকোভিচের দেশের অনেক পত্রিকাই গুরুত্বের সঙ্গে ছেপেছে এই খবর।

এ বিভাগের আরো খবর