বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আপিলের সুযোগ পাচ্ছেন আরামবাগের নিষিদ্ধ ফুটবলাররা

  •    
  • ২৯ আগস্ট, ২০২১ ১৯:৫২

লিগে তিন ম্যাচে ফিক্সিংয়ের দায়ে সব মিলে আরামবাগের ১৪ ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটি।

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বিভিন্ন মেয়াদে দেশের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়েছে আরামবাগের ১৪ ফুটবলারকে। তবে, শাস্তি মওকুফের জন্য আপিলের দরজা খোলা রাখা হয়েছে খেলোয়াড়দের।

বিষয়টি রোববার নিউজবাংলাকে জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

তিনি বলেন, ‘কিছু বিষয় আছে আপিল করা যাবে না কিছু বিষয় আপিল করা যাবে। ফুটবলাররা আপিল করতে পারবে। সিদ্ধান্ত নিবে ডিসিপ্লিন কমিটি।’ লিগে তিন ম্যাচে ফিক্সিংয়ের দায়ে সব মিলে আরামবাগের ১৪ ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটি।

তাদের মধ্যে ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন গোলকিপার আপেল মাহমুদ। ৩ বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ৮ খেলোয়াড়কে।

এর মধ্যে লিগে ১২ ম্যাচে অংশ নেয়া গোলকিপার আবুল কাশেম মিলন, ১৬ ম্যাচে খেলা ডিফেন্ডার আল আমিন, ১১ ম্যাচে খেলা মোহাম্মদ রকি, জাহিদ হোসেন, ১৫ ম্যাচে খেলা কাজী রাহাদ মিয়া, ১২ মাচে খেলা মোস্তাফিজুর রহমান সৈকত, ৯ ম্যাচে খেলা শামীম রেজা ও অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেইডি ক্রিস্টিয়ান নিষিদ্ধ হয়েছেন।

২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দলের আরও পাঁচ ফুটবলার। তার মধ্যে তিন গোল করা নাইজেরিয়ান ফরোয়ার্ড ক্রিস্টোফার চিজোবা, দুই গোল করা মিডফিল্ডার ওমর ফারুক, রাকিবুল ইসলাম, ফরোয়ার্ড মেহেদী হাসান ফাহাদ ও মিরাজ মোল্লাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে অনূর্ধ্ব জাতীয় বয়সভিত্তিক দলে খেলা কাজী রাহাদ মিয়া ও মিরাজ মোল্লা ‍দুজনই নির্দোষ দাবি করে জানান, এই ফিক্সিংয়ের সঙ্গে জড়িত নন তারা। তারপরেও তাদের নাম আসায় অবাক হয়েছেন তারা।

এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করবেন বলে জানান তারা।

এ বিভাগের আরো খবর