১৭ বছর! এতটা সময় বার্সেলোনার বিখ্যাত ব্লুগ্রানা জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। শুধু খেলেছেন তাই নয়, দেড় দশকের বেশি সময় ক্লাবের সমার্থক ও নেতা বনে গিয়েছিলেন তিনি।
সেই সম্পর্ক ছিন্ন হয় ২০২১ সালে। বার্সেলোনা ব্যর্থ ম্যানেজমেন্ট ও আর্থিক সংকটের কারণে নতুন চুক্তিতে তারা রাখতে পারেনি সর্বকালের সেরা ফুটবলারকে। কান্নাভেজা চোখে কাম্প ন্যুকে বিদায় জানান মেসি।
১৩ বছর বয়সে যে ক্লাবের অ্যাকাডেমিতে যোগ দেন ২০০০ সালে, সেটি ছাড়তে হয় ছয়বারের ব্যালন ডর জয়ী তারকাকে।
বার্সেলোনার ক্ষতিতে পোয়াবারো হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। প্রায় ৬ বছরের অপেক্ষার পর অবশেষে এই ফুটবল গ্রেটকে প্যারিসে নিতে পারে ক্লাবটি। বার্সেলোনার মেসি হয়ে যান পিএসজির।
বিনামূল্যে এমন আইকনিক খেলোয়াড়কে পেয়ে আপ্লুত হয় পুরো ফ্রান্স। মেসিকে যে ভাবে স্বাগত জানানো হয় সেটা সাধারণত পান কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা পোপ। প্যারিসে পা দেয়ার পর থেকে এখন পর্যন্ত প্রতিদিন সংবাদের শিরোনামে আছেন এই ৩৪ বছরের আর্জেন্টাইন।
তবে একটা দুঃখ থেকে যায় তাদের মনে। মাঠে মেসির জাদু দেখতে ৩ সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে ভক্তদের। কোপা আমেরিকার পর ফুটবল ম্যাচ না খেলা মেসি নিজের পিএসজির কোচ ও ট্রেইনারদের সঙ্গে আলোচনা করে তিন সপ্তাহের অনুশীলন ও কন্ডিশনিংয়ের সময় চেয়ে নেন।
বিশ্বজুড়ে শতকোটি ভক্তের অপেক্ষা শেষ হচ্ছে রোববার রাতে। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় রেঁসের মাঠে নামছেন মেসি। গায়ে থাকবে পিএসজির ৩০ নম্বর।
ম্যাচের আগে পিএসজি হেড কোচ মরিসিও পচেত্তিনো জানিয়েছেন স্কোয়াডে রাখা হয়েছে মেসি ও নেইমার দুইজনকেই।
এই প্রথম মেসিকে বার্সেলোনা ছাড়া অন্য কোনো ক্লাবের জার্সিতে দেখবে পুরো বিশ্ব। চেনাপরিচিত ১০ নম্বরে নয়, ক্যারিয়ার শুরু করেছেন যে নম্বরে সেই ৩০ পরে খেলবেন এই মহাতারকা।
পিএসজি তাকে ১০ নম্বর দিতে চেয়েছিল। তবে সেটি ছেড়ে দিয়েছেন প্রিয় বন্ধু নেইমার জুনিয়রের জন্য।
তবে পিএসজি ভক্তদের নিজ মাঠে মেসিকে দেখতে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে। রেঁসের মাঠে নামার পর আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল।
১২ সেপ্টেম্বর নিজ মাঠ পার্ক দে প্রিন্সেসে ক্লেমঁ ফুতের মুখোমুখি হবে পিএসজি। ওইদিন ঘরের মাঠে মেসিকে ভেলকি দেখতে পারবেন পিএসজি ভক্তরা।
তার আগে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার বিপক্ষে খেলবেন মেসি।