দরজায় কড়া নাড়ছে নিউজিল্যান্ড সিরিজ। সিরিজকে সামনে রেখে শুক্রবার অনুশীলনে নেমেছে বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার সকাল ১০টায় শুরু হয় তাদের অনুশীলন।
অনুশীলনে নামার আগে ১২ আগস্ট থেকে তিন দিনের কোয়ারেন্টিনে থাকতে হয় মাহমুদুল্লাহ-সাকিব-মুশফিকদের। কোয়ারেন্টিন শেষে ঢাকার একটি হোটেলে বায়ো বাবলে প্রবেশ করেছেন ক্রিকেটাররা।
একই সঙ্গে ২৪ তারিখ সিরিজটি খেলতে বাংলাদেশে এসেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। দেশে প্রবেশ করেই জাতীয় দলের সঙ্গে কোয়ারেন্টিনে প্রবেশ করেছিলেন তারাও।
শুক্রবার বেলা ২টা থেকে অনুশীলনে নামবে ব্ল্যাক ক্যাপস। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এর আগে অনুশীলনের সুযোগ পেলেও প্রথমবারের মতো অনুশীলনে নামবেন নিউজিল্যান্ড।
১ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।