ইউয়েফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো। সেরা কোচ হয়েছেন চেলসির জার্মান কোচ টমাস টুখেল। বৃহস্পতিবার রাতে তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হয় পুরস্কার অনুষ্ঠান ও চ্যাম্পিয়নস লিগের ড্র।
চেলসির হয়ে গত বছর ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে এই বছর ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন মিডফিল্ডার জর্জিনিয়ো।
ইউরোপীয় মৌসুমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিরোপা জেতার পথে জর্জিনিয়ো পেছনে ফেলেন তারই ক্লাব সতীর্থ ফ্রান্সের মিডফিল্ডার এনগোলো কান্তে ও ম্যানচেস্টার সিটি ও বেলজিয়ামের ফরোয়ার্ড কেভিন ডি ব্রুইনাকে।
কান্তে চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতেন আর ডি ব্রুইনা ম্যান সিটির হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ।
বর্ষসেরা কোচ টুখেল চেলসির হয়ে জেতেন ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ। তার দলেই ছিলেন জর্জিনিয়ো।
এই জার্মান ট্যাকটিশিয়ান পেছনে ফেলেন সিটির কোচ পেপ গার্দিওলা ও ইতালি জাতীয় দলের কোচ রবার্তো মানচিনিকে।
চেলসি সেরা কোচ ও খেলোয়াড়ের পুরস্কার না পেলেও জিতে নিয়েছে সেরা গোলকিপার ও সেরা মিডফিল্ডারের পুরস্কার। এডুয়ার্ডো মেন্ডি জিতেছেন ইউয়েফার বর্ষসেরা গোলকিপারের খেতাব। আর কান্তে জেতেন সেরা মিডফিল্ডারের শিরোপা।
সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছেন বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান ফরোয়ার্ড আর্লিং হালান্ড।
আর ম্যানচেস্টার সিটির কাছে গেছে সেরা ডিফেন্ডারের ট্রফি। মৌসুম সেরা ডিফেন্ডারের পুরস্কার জিতেছেন সিটির পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াস।