বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বার্সা সমর্থকদের ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ আবাহনীর

  •    
  • ২৬ আগস্ট, ২০২১ ১৯:১৬

প্রিমিয়ার লিগের একটি ম্যাচে বায়ার্নের মতো আবাহনীও আট আটবার বল পাঠিয়েছে প্রতিপক্ষের জালে। বায়ার্নের কাছে যেমন অসহায় আত্মসমর্পণ করেছে বার্সা, তেমনি আবাহনীর সামনে একই হাল হয়েছে উত্তর বারিধারার।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমের সবশেষ ম্যাচটা হয়তো কখনোই ভুলবে না বার্সেলোনা সমর্থকরা। কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে গুনে গুনে ৮টা গোল হজম করেছিলেন স্প্যানিশ জায়ান্টরা।

বার্সা সমর্থকদের এই ‘লজ্জাকে’ আবার মনে করিয়ে দিল বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনী।

প্রিমিয়ার লিগের একটি ম্যাচে বৃহস্পতিবার বায়ার্নের মতো আবাহনীও আট আটবার বল পাঠিয়েছে প্রতিপক্ষের জালে।

বায়ার্নের কাছে যেমন অসহায় আত্মসমর্পণ করেছে বার্সা, তেমনি আবাহনীর সামনে একই হাল হয়েছে উত্তর বারিধারার।

গোলবন্যায় তাদের জাল ভাসিয়েছে আবাহনী। বৃষ্টিতে কাদামাটিতে এমন গোলবৃষ্টি আসল মারিও লেমসের বাহিনী থেকে।

ঠিক বায়ার্নের মতো ম্যাচের চার মিনিটে এগিয়ে যায় আবাহনী। রাফায়েল আগুস্তো দিয়ে শুরু। এই ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল একাই করেন বেলফোর্ট। জোড়া গোল আসে জুয়েল রানার কাছ থেকে। আর সানডে চিজোবা করেন একটি গোল।

এই ম্যাচের মধ্য দিয়ে এবার চলতি লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ল ঢাকা আবাহনী। এক ম্যাচে সর্বোচ্চ গোল দিয়েছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফলতম দলটি।

এ জয়ে শীর্ষ দুইয়ে থাকার আশা টিকে থাকল আবাহনীর। ৪৬ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে টেবিলের তিনে। দুইয়ে থাকা শেখ জামালের পয়েন্ট ৪৯। আর একটি করে ম্যাচ বাকি দল দুটির।

শেষ ম্যাচে জামাল হারলে আর আবাহনী জিতে গেলে এএফসি কাপের টিকিট মিলবে আবাহনীর। আর ১৯ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে উত্তর বারিধারা।

এ বিভাগের আরো খবর