কিরগিজস্তানের ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে জাতীয় ফুটবল দলে প্রথমবার ডাক পেয়েছেন কানাডা ও ফ্রান্সের দুই প্রবাসী ফুটবলার রাহবার খান ও তাহমিদ ইসলাম। জাতীয় দলে ডাক পাওয়ায় এরই মধ্যে আলোচনায় চলে এসেছেন দুই ফুটবলার।
এর আগেও আলোচনায় এসেছে অনেক প্রবাসী ফুটবলারের নাম। ইউরোপসহ বিভিন্ন দেশের শীর্ষ লিগে খেলেছে এমন খেলোয়াড়ের নাম শোনা গেছে বহুবার।
হঠাৎ করে রাহাবার ও তাহমিদকে কী কারণে ডাকলেন জাতীয় দলের কোচ জেমি ডে এটাই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
সেই উত্তরটা জেমি ডে নিজেই দিলেন সাক্ষাৎকারে। ভিডিও দেখে তাদের প্রাথমিকভাবে পছন্দ করা হয়েছে বলে জানান বাংলাদেশের হেড কোচ।
তিনি বলেন, ‘আমি তাদের ৪-৫টা ম্যাচ দেখেছি। মাঠে গিয়ে তাদের খেলা দেখার সুযোগ হয়নি। তবে, তাদের ভিডিও দেখে বিশ্লেষণ করে ভালো মনে হয়েছে। কানাডা-ফ্রান্সের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি জানি বাংলাদেশের লেভেলের সঙ্গে ওদের পার্থক্য কতটুকু।’ ফরাসি লিগের পঞ্চম স্তরে ইউএসএসএ ভারচুয়াস নামের একটি দলে খেলছেন তাহমিদ ইসলাম। মাঝমাঠে খেলতে পছন্দ করেন এই ১৯ বছর বয়সী ফুটবলার। আর কানাডা লিগের তৃতীয় স্তর সেমি প্রফেশনাল লিগ ওয়ান ওন্টারিওতে খেলা নর্থ টরেন্টো স্পোর্টস ক্লাবে খেলছেন রাহবার খান।
সাফ চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখে এ দুজনকে ডাকা হয়েছে জানান জেমি।
এই ইংলিশ ট্যাকটিশিয়ান বলেন, ‘দুই ফুটবলারকে দেখেছি। এখন দেখার বিষয় তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো যোগ্য কি না। এর মাধ্যমে আমরা বুঝতে পারব তারা সাফ চ্যাম্পিয়নশিপে খেলার মতো কি না। যদি তাদের লেভেল প্রত্যাশিত না হয় তাহলে সমস্যা নাই। এখানে হারানোর কিছু নেই।’
২০১৯ সালে তৃতীয় ডিভিশনে জায়গা করে রাহাবার খানের দল। রাহবার খেলেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে। গোল করার পাশাপাশি গোল করানোতেও দক্ষ এই ফুটবলার। প্লে-মেকিং করতে পছন্দ করেন রাহবার।
লিগে সবশেষ চার ম্যাচে তিন গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট আছে তার ক্যারিয়ারে।
কিরগিজস্তানে অন্তত একটি ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন বলে জানালেন জেমি।
তিনি বলেন, ‘তাদের সঙ্গে কাজ করতে চেয়ে আছি। তারা দুই জন টেকনিক্যালি ভালো ফুটবলার। দলে আরও কোয়ালিটি নিয়ে আসার চেষ্টা করছি। তারা নার্ভাস থাকবে। তবে অন্তত তিন ম্যাচের একটিতে তাদের সুযোগ দেয়ার চেষ্টা করব। দেখার চেষ্টা করব তারা কেমন যোগ্যতার পরিচয় দেয়।’ ২৮ আগস্ট লিগ শেষ করার পর কিরগিজস্তান যাচ্ছে জাতীয় দল। সেখানে ক্যাম্প শেষে ৫, ৭ ও ৯ সেপ্টেম্বর ফিলিস্তিন, কিরগজিস্তান ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৩টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এই সিরিজটা আয়োজন করা হয়েছে অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে।