করোনাভাইরাস মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। ফলে সামনের মাস থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ধাপের খেলা মাঠে বসে উপভোগ করতে পারবেন দুই দেশের সমর্থক।করোনাভাইরাস মহামারির কারণে গত বছর থেকে ফুটবল মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ করে দেয় দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই ফুটবল পরাশক্তি।আর্জেন্টিনায় করোনার কারণে মারা গেছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ। ব্রাজিলের অবস্থা আরও ভয়াবহ। দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে করোনায় প্রাণ হারান ৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
যে কারণে দর্শকশূন্য অবস্থাতেই অনুষ্ঠিত হয় কাতার ২০২২ বিশ্বকাপের প্রথম দুই ধাপের ম্যাচগুলো এবং এ অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল আসর কোপা আমেরিকা।অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। মঙ্গলবার রাতে আর্জেন্টিনার ক্রীড়া ও পর্যটনমন্ত্রী মাতিয়াস লামেনস সংবাদমাধ্যমকে জানান যে তারা ৯ সেপ্টেম্বর থেকে মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা করছেন।বুয়েনো আইরেসের বিখ্যাত এল মনুমেন্তাল স্টেডিয়ামের ধারণক্ষমতার ৩০ ভাগ দর্শক প্রবেশের অনুমতি দেয়া হবে। ওইদিন বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবেন মেসি-দি মারিয়ারা।ব্রাজিলের ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তারা দর্শক প্রবেশের অনুমতি দেবে ৫ সেপ্টেম্বর। ওইদিন বিশ্বকাপ বাছাইপর্বে সাও পাওলোতে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা।তবে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন নিয়ম অনুযায়ী দেশটিতে খেলতে থাকা তারকাদের পাচ্ছে না আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুটি দেশই ইংল্যান্ডের কোভিড বিধিনিষেধের মধ্যে আছে। আপাতত ইংল্যান্ড থেকে ওই দুই দেশে কাউকে ভ্রমণের অনুমতি দেয়া হচ্ছে না।ফলে বাছাইপর্বে ব্রাজিলকে খেলতে হচ্ছে লিভারপুলের ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো, গোলকিপার আলিসন বেকার, এভারটনের স্ট্রাইকার রিচার্লিসন, চেলসির ডিফেন্ডার থিয়াগো সিলভা ও ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফ্রেডকে ছাড়া।আর্জেন্টিনাও পাচ্ছে না অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস ও স্ট্রাইকার এমিলিয়ানো বুয়েন্দিয়া ও টটেনহ্যাম হটস্পারে খেলা দুই তারকা সার্হিও রোমেরো ও জিওভানি লো সেলসোকে।স্পেনের লা লিগা কর্তৃপক্ষ এমন কোনো বিধিনিষেধ না রাখলেও তারা জানিয়েছে কোনো ক্লাব যদি খেলোয়াড়দের ছাড়তে না চায় তাহলে সেটাতে বাধা দেবে না তারা।লিওনেল মেসি ও নেইমারের ফ্রেঞ্চ লিগ থেকে এমন কোনো ঘোষণা এখনও আসেনি। ফলে দর্শকরা এই দুই তারকার খেলা দেখার আশায় আছেন।