বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিধ্বংসী আফ্রিদিতে বড় জয় পাকিস্তানের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ আগস্ট, ২০২১ ১২:০৫

১৫ বছরের মধ্যে কোনো পাকিস্তানি ফাস্ট বোলারের ব্যক্তিগত সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ম্যাচে ৯৪ রানে ১০ উইকেট নিয়ে ধস নামান উইন্ডিজ শিবিরে। ম্যাচসেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি দলকে এনে দেন ১০৯ রানের দুর্দান্ত জয়।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১ উইকেটের জয় পেয়ে পাকিস্তানের বিপক্ষে ২০ বছর পর ঘরের মাঠে সিরিজ জয়ের ইঙ্গিত দিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে বেরসিকের মতো সেই স্বপ্ন ভেঙে দিলেন পাক পেইসার শাহিন শাহ আফ্রিদি।

১৫ বছরের মধ্যে কোনো পাকিস্তানি ফাস্ট বোলারের ব্যক্তিগত সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে ম্যাচে ১০ উইকেট নিয়ে একাই ধস নামান উইন্ডিজ শিবিরে। ম্যাচসেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি দলকে এনে দেন ১০৯ রানের দুর্দান্ত জয়।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজ সবশেষ সিরিজ জেতে ২০০০ সালে। তিন ম্যাচের টেস্ট সিরিজটি সেবার তারা জিতেছিল ১-০ ব্যবধানে।

এরপর ২০০৫ এবং ২০১১ সালে সিরিজের প্রথম ম্যাচ জিতেও শেষ পর্যন্ত ড্র নিয়ে সিরিজ শেষ করতে হয় স্বাগতিকদের। ২০১৭ সালে তাদের হারতে হয় ২-১ ব্যবধানে। এরপর ২০২১ সালে এসে আবার ২০০৫ ও ২০১১-এর পুনরাবৃত্তি।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩০২ রান করে ইনিংস ঘোষণা করে সফরকারী পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে আফ্রিদির বোলিং তোপের সামনে টিকতে পারেননি ব্র্যাথওয়েইট-পাওয়েলরা। ১৫০ রানে গুটিয়ে যেতে হয় তাদের।

১৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ৬ উইকেটের খরচায় ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ফলে জয়ের জন্য ক্যারিবিয়ানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৮ রান।

রান পাহাড় টপকাতে ব্যাট করতে নেমে শেষ দিনে স্বাগতিক দলের দরকার ছিল ২৮০ রান। এবারও বাধা দেন আফ্রিদি।

দিনের শুরুতে ফেরান নাইটওয়াচম্যান আলজারি জোসেফকে। জোসেফকে হারানোর ক্ষত শুকানোর আগেই মাঠ ছাড়েন এনক্রুমাহ বোনার ও রোস্টন চেস।

দ্রুত দুই উইকেট হারিয়ে সে সময়ই ম্যাচ থেকে এক প্রকারে ছিটকে যায় উইন্ডিজ। জারমেইন ব্ল্যাকউডকে সঙ্গে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েইট। কিন্তু শেষ রক্ষা হয়নি।

বৃষ্টিতে এক ঘণ্টা খেলা বন্ধ থাকলেও শেষ পর্যন্ত রেকর্ড গড়া বোলিং ফিগারে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান শাহীন আফ্রিদি। ম্যাচে ৯৪ রানে ১০ উইকেট নেন তিনি।বল হাতে তাকে দুর্দান্ত সঙ্গ দেন নুমান আলি। তিন উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান ছিল তারও।

ফলে ২১ বছরের সিরিজ জয়ের স্বপ্নটা অধরা রেখেই ১০৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে ১-১ সমতায় সিরিজ শেষ করে পাকিস্তান।

এ বিভাগের আরো খবর