জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ঠিক এক বছর আগে, বড়দিনে চালু হয়েছিল। এটির পরিকল্পনা, নকশা ও নির্মাণে তিন দশক সময় লেগেছে। জল্পনা ছিল, বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপের এই উত্তরসূরিটি আদতে কতটা প্রত্যাশা পূরণ করতে পারবে।
কয়েক মাস পর সব কিছুর অবসান হয়। সেদিন ৬ দশমিক ৫ মিটার আয়নাটি (প্রাইমারি মিরর) যাবতীয় কার্যক্রম পরীক্ষার পর মহাকাশের দিকে তাক করা হয়। জুলাইয়ে মহাকাশের রঙিন ছবি প্রকাশে ধুমধাম আয়োজন করে আমেরিকা, ইউরোপ ও কানাডার মহাকাশ গবেষণা সংস্থাগুলো।
জেমস ওয়েব সম্পর্কে প্রথম যে জিনিসটি মনে রাখতে হবে তা হলো এটি একটি ইনফ্রারেড টেলিস্কোপ। এটি আকাশ দেখে আলোর তরঙ্গদৈর্ঘ্যে।
ক্যারিনা নেবুলা
বিজ্ঞানীরা এই দৃশ্যকে কসমিক ক্লিফস বলেন। এটি একটি বিশাল বায়বীয় গহ্বরের ধারে আরেকটি ধূলিময় তারকা গঠনকারী নীহারিকা, যা ক্যারিনা নামে পরিচিত।
নবজন্ম লাভকারী ভয়ংকর আকৃতির নবীন নক্ষত্রগুলো যে তীব্র বিকিরণজনিত শক্তির বিচ্ছুরণ ঘটায়, তার কারণেই উজ্জ্বল আভাময় দেখায় ক্যারিনাকে। এর লালচে রক্তিমাভ আভার জন্য হাইড্রোজেন ও আলট্রা ভায়োলেট রশ্মির সংমিশ্রণই দায়ী।
ছবিটির একপাশ থেকে অন্যদিকের দূরত্ব প্রায় ১৫ আলোকবর্ষ। এক আলোকবর্ষ প্রায় ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটারের (৫.৮৮ ট্রিলিয়ন মাইল) সমান।
কার্টহুইল গ্যালাক্সি
ডানদিকের বিশাল এই ছায়াপথটি ১৯৪০-এর দশকে সুইস জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটজ জুইকি আবিষ্কার করেন। এর জটিল কার্টহুইল কাঠামো অন্য গ্যালাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলাফল। এটির ব্যাস প্রায় ১,৪৫,০০০ আলোকবর্ষ।
নেপচুন গ্রহ
জেমস ওয়েব শুধু মহাবিশ্বের অতলে নজর দেয় না। এটি আমাদের সৌরজগতের বস্তুগুলোকেও খুঁজে বেড়ায়। নেপচুন সৌরজগতের অষ্টম গ্রহ এবং সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ। এটিকে ঘিরে থাকা ছোট সাদা বিন্দুগুলো হলো চাঁদ; ওপরে বড় ‘বিন্দুযুক্ত তারা’। ট্রাইটন হচ্ছে নেপচুনের বৃহত্তম উপগ্রহ।
আমাদের সৌরজগতের গ্রহ নেপচুনের দুর্দান্ত একটি ছবি তুলেছে টেলিস্কোপটি। ছবিতে নেপচুনের ধূলিময় বলয় স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে।
ওরিয়ন নেবুলা
ওরিয়ন আকাশের সবচেয়ে পরিচিত অঞ্চলগুলোর একটি। এটি একটি নক্ষত্র গঠনকারী অঞ্চল বা নীহারিকা, পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৩৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত। ওয়েব এখানে ওরিয়ন বার নামক একটি বৈশিষ্ট্যকে চিত্রিত করেছে, যা ঘন গ্যাস ও ধূলিকণার একটি প্রাচীর।
ডিমারফোস
মহাকাশ গবেষণায় চলতি বছরের অন্যতম ঘটনা ডিমারফোস। পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু ধ্বংস করতে পরীক্ষামূলকভাবে গ্রহাণুটিতে একটি মহাকাশযান পাঠায় নাসা। সফলও হয় তারা। ১৬০ মিটার প্রশস্ত গ্রহাণুকে মহাকাশযানটি যেভাবে চূর্ণবিচূর্ণ করে তা ধরা পড়ে জেমস ওয়েবে।
ডব্লিউআর-১৪০
এটি বছরের সবচেয়ে আকর্ষণীয় ওয়েব ছবিগুলোর একটি। ‘WR’ বলতে উলফ-রায়েতকে বোঝায়। এটি এক ধরনের তারকা, যা তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছেছে।
উলফ-রায়েটস মহাকাশে বিশাল গ্যাসীয় বাতাস বয়ে বেড়ায়। পৃথিবী এবং আমাদের সূর্যের মধ্যে যে দূরত্ব তার চেয়ে এটি ৭০ হাজার গুণ দূরে অবস্থিত।
ফ্যান্টম গ্যালাক্সি
ফ্যান্টম গ্যালাক্সির আনুষ্ঠানিক নাম এম৭৪। এটি এক ধরনের সর্পিল আকৃতির ছায়াপথ, যাকে ‘গ্র্যান্ড ডিজাইন স্পাইরাল’ বলা হচ্ছে। এর অর্থ হচ্ছে এটিতে বেশ কিছু সর্পিলাকার বাহু রয়েছে, যেগুলো এর কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে পড়েছে। পৃথিবী থেকে ৩ কোটি ২০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত। এই ছায়াপথটি বেশ কয়েকটি সৌরজগতের সন্নিবেশে গঠিত।