বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইন্টারনেট ব্রাউজারের গতি বাড়ানোর উপায়

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২২ ১১:১৩

আপনি যখন সার্ফিং করেন, আপনার ব্রাউজার তখন নানা ধরনের তথ্য-উপাত্ত জমা করতে থাকে। ব্যবহারকারীর পাসওয়ার্ড, ব্রাউজিং হিস্টরি, ডাউনলোড করা ডাটাসহ নানা ধরনের তথ্য জমা করতে সে ভারি হয়ে যায়। তারপরই শুরু হয় সমস্যা।

ইন্টারনেট সার্ফিং করার জন্য আমরা ব্রাউজার ব্যবহার করি। মাঝে মাঝে এই ব্রাউজারগুলো আমাদের ঝামেলায় ফেলে দেয়। হ্যাং হয়ে যাওয়া, ক্রাশ করা তো আছেই, আশানুরূপ গতি না পাওয়ার ঝামেলায় ভোগেন অনেকেই।

এই সমস্যাগুলো হয় মূলত ব্রাউজারের কিছু বৈশিষ্ট্যের কারণেই। আপনি যখন সার্ফিং করেন, আপনার ব্রাউজার তখন নানা ধরনের তথ্য-উপাত্ত জমা করতে থাকে। ব্যবহারকারীর পাসওয়ার্ড, ব্রাউজিং হিস্টরি, ডাউনলোড করা ডাটাসহ নানা ধরনের তথ্য জমা করতে করতে সে ভারি হয়ে যায়। তারপরই শুরু হয় সমস্যা।

এমন পরিস্থিতিতে ব্রাউজারে থাকা ক্যাশ, কুকিজ ও হিস্ট্রি মুছে দিলেই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি নিয়মিত ব্রাউজার আপডেট করলেও গতি বাড়ে।

-

গুগল ক্রোমে গতি আনবেন যেভাবে

গুগল ক্রোম ওপেন করুন। ওপরে ডানদিকে থাকা থ্রি ডট বাটনে ক্লিক করুন। মোর টুলস অপশনে ক্লিক করে ক্লিয়ার ব্রাউজিং ডেটা অপশন বেছে নিন। ব্রাউজিং হিস্টরি, ডাউনলোড হিস্টরি, কুকিজ এবং অন্য সাইটের ডেটা ও ক্যাশ সিলেক্ট করুন। এরপর ক্লিয়ার ডেটা অপশনে ক্লিক করুন।

ফায়ারফক্সে গতি আনবেন যেভাবে

ফায়ারফক্স ওপেন করুন। ওপরে ডানদিকে থাকা মেনুতে ক্লিক করে সেটিংস অপশন বেছে নিন। নিচের দিকে স্ক্রল করে কুকিজ অ্যান্ড সাইট ডেটা ও হিস্টরি নির্বাচন করুন। ক্লিয়ার ডেটা অপশনে ক্লিক করুন।

-

আইওএস সাফারিতে গতি আনবেন যেভাবে

আইওএস সাফারি ওপেন করুন। ওপরের মেনুতে যান। হিস্টরি অপশন বেছে নিন। যে সময়ের ডেটা মুছে দিতে চান, সেই টাইম ফ্রেম বেছে নিন। ক্লিয়ার হিস্টরি অপশনে ক্লিক করুন।

অনেকটা একই পদ্ধতি অনুসরণ করে অন্য যেকোনো ব্রাইজারের ক্যাশ, কুকিজ ও ব্রাউজিং হিস্টরি মুছে দিয়ে গতি বাড়িয়ে নিতে পারবেন।

এ বিভাগের আরো খবর