চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ওরিয়ন। ২৬ দিনের অভিযানের পর সফলভাবে এটি পৃথিবীতে ফিরে এসেছে।
নাসার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, রোববার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরে এসে পড়ে মহাকাশযানটি।
পৃথিবীর বায়ুমণ্ডলে অতি উত্তপ্ত অবস্থায় প্রবেশের পর ওরিয়ন ক্যাপসুল প্রশান্ত মহাসাগরে এসে পড়ে। অবতরণের শেষ পর্যায়ে ১১টি প্যারাশুট খোলার মাধ্যমে এর প্রচণ্ড গতি ধীর হয়ে যায়।
নাসার প্রশাসক বিল নেলসন বলেছেন, ‘প্রায় অসম্ভব একটি অভিযানকে আমরা সফল করেছি।’
৫০ বছরেরও বেশি সময় পর আবার চাঁদে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছে নাসা। তার অংশ হিসেবেই আর্টেমিস ১ নামে এ অভিযান চালানো হয়।
ওরিয়নের চন্দ্র যাত্রাটি ছিল পরীক্ষামূলক। এবারের অভিযানে যানটিতে কোনো নভোচারী ছিল না। তবে স্পেসক্রাফটে মানবদেহের তিনটি মডেল রাখা ছিল, যেগুলোতে হাজার হাজার সেন্সর যুক্ত ছিল।
এবারে কোনো নভোচারী না থাকলেও আগামী পর্বে থাকবে বলে পরিকল্পনা চলছে বলে জানান নেলসন।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ১৬ নভেম্বর ওরিয়ন উৎক্ষেপণ করেছিল নাসা।
নেলসন জানান, আর্টেমিস-২ প্রকল্পের আওতায় ২০২৪ সালের শেষে নভোচারীসহ মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে নাসা। আর আর্টেমিস-৩ প্রকল্পের মাধ্যমে ৫০ বছর পর মানুষ চাঁদে অবতরণ করবে। ওই মহাকাশ যান ২০২৫ অথবা ২০২৬ সালে উৎক্ষেপণ করা হবে।