বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন ভিআর হেডসেট বাজারে আনল ‘মেটা’

  •    
  • ১২ অক্টোবর, ২০২২ ১১:৪৩

মেটা কোয়েস্ট প্রো নামের নতুন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট বাজারে নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। নতুন এই হেডসেটের দাম হবে ১ হাজার ৫০০ ডলার। ২৫ অক্টোবর থেকে এটি বাজারে পাওয়া যাবে। এতে প্রসেসর হিসেবে থাকছে ভিআর হেডসেটের জন্য বানানো বিশেষ প্রসেসর এক্সআরটু প্লাস জেনারেশন-ওয়ান।

অকুলাস কোয়েস্ট টু-এর পর ‘মেটা কোয়েস্ট প্রো’ নামের নতুন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ২৫ অক্টোবর থেকে বাজারে পাওয়া যাবে এটি।

মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ মঙ্গলবার জানিয়েছেন, নতুন এই ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের দাম হতে যাচ্ছে ১ হাজার ৫০০ ডলার, যা পূর্বের হেডসেটের প্রায় ৪ গুণ।

মেটার বাজারে নিয়ে আসা আগের হেডসেট মেটা কোয়েস্ট টু-এর দাম ছিল মাত্র ৩৯৯ ডলার।

নতুন মেটা কোয়েস্ট প্রোতে থাকছে স্ন্যাপড্রাগনের বিশেষ প্রসেসর এক্সআরটু প্লাস জেনারেশন-ওয়ান, যা কেবল ভিআর প্রযুক্তির জন্যই বিশেষভাবে বানানো হয়েছে। এতে রয়েছে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

নতুন এই প্রসেসর ডিভাইসের গ্রাফিক্সকে আরও উন্নত করবে। আগের প্রসেসরের থেকে এর সক্ষমতা ৫০ শতাংশ বেশি এবং এর লেন্স আগের থেকে আরও উন্নত এবং কোনো লেখা পড়ে দেখার ক্ষেত্রে আরও সুবিধা পাওয়া যাবে।

নতুন হেডসেটটিতে রয়েছে মিক্সড-রিয়েলিটি ফিচার। এর আলোকে ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে আমাদের বাস্তব পৃথিবীর উপাদানের সংমিশ্রণ করা যাবে। জুকারবার্গ এটিকে মেটাভার্স তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন।

জুকারবার্গ মেটা'স কানেক্ট কনফারেন্সে যুক্ত ছিলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা।

ভার্চুয়াল রিয়েলিটির সফটওয়্যার-সংক্রান্ত কিছু বিষয় নিয়ে মাইক্রোসফট ও মেটা একই সঙ্গে কাজ করছে। মাইক্রোসফটের সফটওয়্যার ‘মাইক্রোসফট ৩৬৫ স্যুট’, ‘এক্সবক্স ক্লাউড গেমিং সেবা’, ‘চ্যাট অ্যাপ’-এর মতো অনেক মাইক্রোসফট সেবাই মেটার ভিআর ডিভাইসে পাওয়া যাবে।

সত্য নাদেলা বলেন, ‘আপনি কোয়েস্টে বিশাল স্ক্রিনে প্রজেক্ট করা আপনার এক্সবক্স কন্ট্রোলার দিয়ে টুডি গেম খেলতে পারবেন। এটি শুধু প্রথম দিন, সামনে যা আসছে তার জন্য আমরা উত্তেজিত।’

গত বছরের জুলাই থেকে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বিপুল বিনিয়োগ করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা।

বাস্তব জগতের মতো কিংবা সম্পূর্ণ ভিন্ন কৃত্রিম অভিজ্ঞতা হলো ভার্চুয়াল রিয়েলিটি।

অন্যদিকে অগমেন্টেড রিয়েলিটি বলতে বোঝানো হয় বাস্তব শারীরিক বিশ্বের একটি সম্প্রসারিত সংস্করণকে। প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল ভিজুয়াল উপকরণ, শব্দ ও অন্যান্য সংবেদনশীল উদ্দীপনা ব্যবহারের মাধ্যমে অগমেন্টেড রিয়েলিটি অর্জন করা সম্ভব।

মোবাইল কম্পিউটিং ও ব্যাবসায়িক অ্যাপ্লিকেশনসের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোতে অগমেন্টেড রিয়েলিটির ধারণা দিন দিন জনপ্রিয় হচ্ছে।

এ বিভাগের আরো খবর