সম্প্রতি ছোটপর্দার পরিচিত মুখ শাওন ও কেয়া পায়েলকে একটি অ্যাকশন দৃশে দেখা গেছে।
সাধারণত এর আগে তাদেরকে এমন দৃশ্যে খুব কমই দেখে গেছে। একটি ছবিতে দেখা গেছে কেয়া ও শাওন মুখোমুখি দাঁড়িয়ে। অ্যাকশন ভঙ্গিমার এ ছবি দেখে মনে হচ্ছে যেন তারা কোনো বিশেষ অভিযানে যাচ্ছেন।অন্য একটি ছবিতে কেয়া পায়েলকে বন্দুক হাতে নিশানা করতে দেখা যাচ্ছে। যেন সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ভেদ করতে চান তিনি।
এরপরে একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে তাদের দুজনের হাতে স্মার্টফোন এবং তারা ফোনে গেম খেলায় ব্যস্ত। এতে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে হয়ত কোনো গেমিং ফোনের ওপর বিশেষ কিছু নিয়ে হাজির হচ্ছেন ছোট ছোটপর্দার এই দুই তারকা।