আগের দামেই টুইটার কিনছেন ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনীর এমন সিদ্ধান্তের পর বেড়েছে টুইটার ও টেসলার শেয়ার। এবার তার এই সিদ্ধান্তে দাম বাড়ছেই ক্রিপ্টোকারেন্সি ডজকয়েনের।
কয়েক মার্কেট ক্যাপের তথ্য মতে, টুইটার কেনার সিদ্ধান্তের পর এখন পর্যন্ত ডজকয়েনের দাম বেড়েছে ৮ শতাংশেরও বেশি।
তবে পাশাপাশি অন্যান্য কয়েকটি ক্রিপ্টোকারেন্সিরও দাম বেড়েছে। বিটকয়েন, ইথারিয়াম, বিএনবি, সোলানার মতো মুদ্রার দাম বাড়লে ইনভেস্টিংয়ের তালিকায় প্রধান ১০টি মুদ্রার মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে ডজকয়েনই।
মিমির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই কয়েনের একজন সমর্থক ইলন মাস্ক। তিনি নিজেকে ডজফাদার বলে দাবি করেন।
টেসলা কিছু পণ্য ও সফটওয়্যারের ক্ষেত্রে ডজকয়েনে কেনার সুযোগ দিয়েছে। বর্তমানে ডজকয়েনের দাম রয়েছে ৬.৫২ সেন্ট। ক্রিপ্টোকারেন্সিটির মার্কেট ক্যাপিং রয়েছে ৮.৬৪ বিলিয়ন ডলার।
মিমকয়েন হিসেবে যাত্রা শুরু করা ডজকয়েন ক্রিপ্টো মার্কেটে শীর্ষ তিনে উঠে আসে ইলন মাস্কের টুইটারের পর। সে সময় ৮০ সেন্টের কাছাকাছি দাম চলে যায় ডজকয়েনের। গত বছর ডজকয়েনকে তিনি চাঁদে পাঠানোরও ঘোষণা দেন।
সাটারডে নাইট লাইভে ইলন মাস্ক ডজকয়েনকে হ্যাসেল বলার পর তার দাম কিছুটা পড়ে যায়। ক্রিপ্টো মুদ্রার তালিকায় বর্তমানে এর অবস্থান ১০-এ।
ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তার কিনে রাখা বিটকয়েনের অধিকাংশই বিক্রি করে দিয়েছে। তবে কোনো ডজকয়েন বিক্রি করা হয়নি বলে জানিয়েছেন মাস্ক।
টেসলাও এক বিবৃতিতে জানিয়েছিল, তাদের কাছে থাকা বিটকয়েনের ৭৫ শতাংশকে ফিয়াট কারেন্সিতে পরিণত করা হয়েছে।
ডজকয়েনের যারা ভক্ত, অনুসারী ও বিনিয়োগকারী রয়েছেন, তাদের আশা, টুইটারের সার্ভিসগুলোর পেমেন্ট সিস্টেম হিসেবে ডজকয়েনকে রাখা হবে। সে ক্ষেত্রে ডজকয়েনের দাম আরও বৃদ্ধি পাবে।