বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্রিয়েটর পোর্টাল: কীভাবে টিকটক শুরু করবেন

  •    
  • ৭ সেপ্টেম্বর, ২০২২ ১৭:০৯

আপনি যদি শুধু বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে চান, তাহলে ক্রিয়েটর পোর্টালটি হতে পারে আপনার জন্য দুর্দান্ত কিছু। আপনি যদি শুধু ব্যক্তিগত বা নিজের এবং বন্ধুদের জন্য মজাদার সব ভিডিও তৈরিও করতে চান, তবে এর বিভিন্ন টুলস আপনাকে সেটিও তৈরি করতে সহায়তা করবে।

টিকটকের প্রাণ হলো তার ক্রিয়েটররা। তারাই অ্যাপটিকে নতুনদের স্বাগত জানানোর জায়গা হিসেবে গড়ে তুলেছেন, যেখানে লাখ লাখ মানুষ বিনোদন, শিক্ষা এবং আনন্দের জন্য আসছেন।

টিকটকই একমাত্র প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ তারকা বা ইনফ্লুয়েন্সার না হয়েও তাদের জনমুখী কনটেন্ট অন্যের কাছে পৌঁছে দিতে পারেন।

টিকটক ক্রিয়েটর পোর্টাল বিশেষভাবে ক্রিয়েটরদের জন্য শিক্ষামূলক কনটেন্ট তৈরির একটি ওয়ান স্টপ হাব হিসেবে কাজ করে; যেটি এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে।

টিকটক ক্রিয়েটর পোর্টাল নিবন্ধ ও শর্ট ভিডিওর একটি বড় সংগ্রহশালা, যেখান থেকে অ্যাপটির মাধ্যমে কনটেন্ট তৈরির জন্য টিপস এবং পরামর্শ পাওয়া যাবে। এটি আপনাকে জানাবে, কেন টিকটক কনটেন্ট তৈরি শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম, কীভাবে অ্যাপটির বিশেষ ফিচারগুলো ব্যবহার করা যায়। সেই সঙ্গে ক্রিয়েটরদের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে শিক্ষিত করে, এমনকি সেরা সব কনটেন্ট তৈরির প্র্যাকটিস করতে দেয়।

টিকটক তাদের প্ল্যাটফর্মকে আকর্ষণীয় রাখতে ফান এবং আকর্ষণীয় ভিডিও তৈরি করতে ব্যবহারকারীদের উপর নির্ভর করে। আর এখানেই ক্রিয়েটর পোর্টাল ব্যবহারকারীদের আরও ভালো মানের ভিডিও তৈরি করতে সহায়তা করবে।

ক্রিয়েটর পোর্টালের একটি অবিচ্ছেদ্য অংশ হলো ক্রিয়েটর পোর্টাল বাংলা নামে একটি ভিডিও সিরিজ, এটি সহজেই পাওয়া যাবে @bdtiktokcreators নামের টিকটক অ্যাকাউন্টে। ক্রিয়েটর পোর্টাল বাংলা শুধুমাত্র বাংলাদেশি ব্যবহারকারীদের জন্যই আনা হয়েছে। এটি নানা ধরনের পরামর্শ, টিপস ও ট্রিকস দিয়ে অ্যাপটিতে উপস্থিতি এবং মানসম্পন্ন ভিডিও তৈরিতে সহায়তা করবে।

কীভাবে পোর্টালটি কাজ করে? পোর্টালটি ক্রিয়েটরদের নানামুখী গল্প বলতে, কমিউনিটি গড়ে তুলতে এবং সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করতে দেবে, যা ক্রিয়েটরদের আরও গভীরে গিয়ে তাদের লক্ষ্য পূরণে প্ল্যাটফর্মটিতে বৈচিত্রময় কনটেন্ট তৈরি করতে সহায়তা করবে।

এখানে টিকটক কমিউনিটি গাইডলাইনের বিস্তারিত মডিউল দেয়া থাকছে, যা বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরদের আরও ভালোভাবে বুঝতে এবং দর্শকদের জন্য কনটেন্ট তৈরির সময় সেটি প্রয়োগ করতে পারবেন। এটি শুধু ক্রিয়েটরদের উন্নত মানের কনটেন্ট তৈরির সুযোগই দেবে না, টিকটক এর মাধ্যমে তাদের প্ল্যাটফর্মটিকে একটি নিরাপদ স্পেস হিসেবে হাজির করে ব্যবহারকারীদের আরও বেশি আনন্দ ও সৃজনশীলতা প্রকাশ করতে দেবে।

ক্রিয়েটর পোর্টাল বাংলার কনটেন্ট সাপ্তাহিক ভিত্তিতে আপলোড করা হবে নিম্নলিখিত পাঁচটি ক্যাটাগরিতে, যাতে থাকবে নতুন ভিডিও:• টিকটকে কিভাবে শুরু করতে হয়• টিকটক ক্রিয়েশন এসেনশিয়াল• টিকটক ফাউন্ডেশন ফর সাকসেস• টিকটক কনটেন্ট স্ট্র্যাটেজি• এবং কমিউনিটি গাইডলাইন ও সেফটি।

টিকটক ক্রিয়েটর পোর্টালের সবচেয়ে ভালো দিক হলো, এটি যেকেউ ব্যবহার করতে পারবেন। যেকোনো সময়, অ্যাপ কিংবা যেকোনো ইন্টারনেট ব্রাউজার থেকে ব্যবহারকারীদের জন্য ফিচারটি সহজলভ্য করা হয়েছে। টিকটকে ক্রিয়েটর পোর্টালের ফিচার পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ কিছুর প্রয়োজন হবে না।

ক্রিয়েটর পোর্টাল ব্যাবহারটিকটক অ্যাপ ওপেন করে আপনার প্রোফাইলে ট্যাপ করুন, এরপর অ্যাপের উপরের ডান দিতে থাকা তিন লাইনের বারে ট্যাপ করুন। সেখান থেকে পপআপ হিসেবে যে মেনু আসবে সেখানে ক্রিয়েটর টুলসে ট্যাপ করুন। এবার সেই পেজ থেকেই ক্রিয়েটর পোর্টাল বাটনে ট্যাপ করুন। আর ব্রাউজার থেকে ব্যবহারের জন্য আপনাকে সরাসরি টিকটক ক্রিয়েটর পোর্টালে যেতে হবে।

আপনার টিকটক ব্যবহার করার আপনার লক্ষ্যগুলো পূরণ করা সর্বোত্তম পন্থা হিসেবে কাজ করবে ক্রিয়েটর পোর্টাল। আপনি যদি সবেমাত্র টিকটক ব্যবহার শুরু করেন তাহলে, টিকটক মডিউলে আপনি সেটি শুরু করতে পারেন।

এ ছাড়া আপনার টিকটক প্রোফাইল কাস্টমাইজ করার একটি মডিউল রয়েছে এতে, যা কোনো কনটেন্ট আপলোড করার আগে আপনার অ্যাকাউন্ট সেটআপ করতে সহায়তা করতে পারে।

আপনি যদি অল্প কিছুদিন থেকে অ্যাপটি ব্যবহার করে থাকেন, তবে আপনার অডিয়েন্স আরও বাড়িয়ে নিতে সমস্যা হয় তবে টিকটকের কনটেন্ট স্ট্র্যাটেজি সেকশনটি ব্যবহার করুন। সেখানে কিছু নিবন্ধ ও ভিডিও পাবেন যেগুলো আপনাকে জানাবে কীভাবে আপনার ভিডিও কনটেন্টটির প্ল্যান করবেন, আপনার অনলাইন কমিউনিটি খুঁজে পাবেন এবং অ্যানালিস্টিক্স ব্যবহার করে আপনার ভিডিও আরও প্রসারিত করবেন।

নির্দিষ্ট এই বিভাগগুলো সম্ভবত আপনার শখকে আকর্ষণীয় ভিডিও কনটেন্ট রূপান্তর করার জন্য সবচেয়ে উপযোগী, যদি আপনার কাছে গেইমিং বা আর্টস এবং কারুশিল্পের মতো কাজের আগ্রহ থাকে।

আপনি যদি শুধু বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে চান, তাহলে ক্রিয়েটর পোর্টালটি হতে পারে আপনার জন্য দুর্দান্ত কিছু। আপনি যদি শুধু ব্যক্তিগত বা নিজের এবং বন্ধুদের জন্য মজাদার সব ভিডিও তৈরিও করতে চান, তবে এর বিভিন্ন টুলস আপনাকে সেটিও তৈরি করতে সহায়তা করবে।

টিকটকের বিভিন্ন সেফটি টুলস বা সতর্কতা সম্পর্কেও বিস্তারিত জানতে চান, সেটি সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন ক্রিয়েটর পোর্টালে। টিকটকের লক্ষ্য হলো সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং আনন্দকে ছড়িয়ে দেওয়া। সেই সঙ্গে প্রত্যেকের জন্য একটি ওয়েলকামিং এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করে।

টিকটকের কমিউনিটি গাইডলাইন আইনটি অ্যাপটিতে একটি কোড অব কনডাক্ট হিসেবে কাজ করে এবং একটি উপভোগ্য অভিজ্ঞতা প্রচারে কাজ করে।

তবে একটা জিনিস মাথায় রাখা দরকার। আপনি ক্রিয়েটর পোর্টালের যত টিপস ফলো করবেন, আপনি ভিডিওর প্রসার তত বাড়বে এবং তত বেশি মানুষের কাছে আপনি পৌঁছাতে পারবেন। সে জন্য মনে রাখবেন, আপনি টিকটকে অনুসারী ও দর্শক বাড়াতে চাইলে প্ল্যাটফর্মটিতে সময় দিতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। এটাও ঠিক ফল আসতে সময় লাগতেই পারে। তবে আপনার ভিডিও যারা দেখছেন তাদের প্রসংশা করে সন্তুষ্ট রাখুন।

এ বিভাগের আরো খবর