যুক্তরাষ্ট্রের আকাশে ‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট’ (ইউএফও) বা মানবজগতে অপরিচিত উড়ন্ত বস্তু নিয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা খুঁজে পায়নি দেশটির সরকার।
প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শুক্রবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ২০০৪ সাল থেকে বিভিন্ন সময় ইউএফওবিষয়ক ১৪৪টি ঘটনার উল্লেখ করেছে পেন্টাগন। ইউএফও দেখার এই দাবি করেছেন খোদ সামরিক পাইলটরা।
এ অবস্থায় এসব দাবি খারিজ করে দিতে না পারলেও এর কোনো ব্যাখ্যাও খুঁজে পায়নি যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।
ফলে মহাজাগতিক প্রাণী আর তাদের চলাচলে ব্যবহৃত মানুষের অভূতপূর্ব যান হিসেবে ইউএফও’র কাল্পনিক ব্যাখ্যা উড়িয়েও দেয়া যাচ্ছে না।
২০২০ সালের এপ্রিলে কিছু ভিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউএফও হিসেবে অনুমিত বস্তুগুলোর ভিডিও ধারণ করেছিল নৌবাহিনী।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ইউএফওবিষয়ক এরকম অসংখ্য দাবি জোরালো হতে থাকার মুখে এ বিষয়ে গত বছর ব্যাখ্যা চায় কংগ্রেস।
নির্দেশ অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখতে ২০২০ সালের আগস্টে আনআইডেন্টিফায়েড এরিয়াল ফেনোমেনা (ইউএপি) টাস্কফোর্স গঠন করে পেন্টাগন।
গত মাসে সিবিএস নিউজের সিক্সটি মিনিটসের একটি পর্বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক দুই কর্মকর্তাও প্রশান্ত মহাসাগরের আকাশে ইউএফও দেখেছেন বলে দাবি করেন।