বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রাগৈতিহাসিক ভাইরাসের সন্ধানে রুশ গবেষণাগার

  •    
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২৭

ভেক্টরের গবেষকেরা জানিয়েছেন, তারা এই গবেষণায় ম্যামথ, হরিণ, কুকুর, তিতির পাখি, ইঁদুর, খরগোশ এবং অন্যান্য প্রাগৈতিহাসিক প্রাণীর দেহাবশেষও পরীক্ষা করবেন।

রাশিয়ার একটি রাষ্ট্রীয় গবেষগার ঘোষণা করেছে, তারা হিমায়িত অঞ্চল থেকে উদ্ধারকৃত প্রাণীর দেহাবশেষ বিশ্লেষণ করে প্রাগৈতিহাসিক ভাইরাস নিয়ে গবেষণা শুরু করছে।

ভেক্টর নামে সাইবেরিয়াভিত্তিক ওই গবেষণাগার মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, তাদের লক্ষ্য হচ্ছে প্যালিওভাইরাস শনাক্তকরণ এবং ভাইরাসের বিবর্তনের বিষয়ে উন্নত গবেষণা পরিচালনা করা।

দ্য গার্ডিয়ান পত্রিকার খবরে বলা হয়েছে, ইয়াকুটস্কের নর্থ-ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটির সহযোগিতায় গবেষণাটি প্রাগৈতিহাসিক ঘোড়ার দেহাবশেষ থেকে পাওয়া টিস্যু বিশ্লেষণের মাধ্যমে শুরু হয়েছে। ঘোড়াটির বয়স কমপক্ষে সাড়ে ৪ হাজার বছর বলে ধারণা করা হচ্ছে।

ভেক্টর জানায়, ২০০৯ সালে সাইবেরিয়ার ইয়াকুটিয়া অঞ্চল থেকে প্রাগৈতিহাসিক ওই ঘোড়ার দেহাবশেষ উদ্ধার করা হয়। ওই অঞ্চল থেকে ম্যামথসহ প্রস্তর যুগের প্রাণীর দেহাবশেষ নিয়মিতভাবে আবিষ্কার করা হয়।

ভেক্টরের গবেষকেরা জানিয়েছেন, তারা এই গবেষণায় ম্যামথ, হরিণ, কুকুর, তিতির পাখি, ইঁদুর, খরগোশ এবং অন্যান্য প্রাগৈতিহাসিক প্রাণীর দেহাবশেষও পরীক্ষা করবেন।

নর্থ-ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটির ম্যামথ মিউজিয়াম ল্যাবরেটরির প্রধান ম্যাক্সিম চ্যাপ্রাসভ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমরা প্রথমবারের মতো প্যালিওভাইরাস নিয়ে গবেষণা চালাচ্ছি।’

সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলে অবস্থিত ভেক্টর গবেষণাগার বিশ্বে গুটিবসন্তের ভাইরাস সংরক্ষণের দুটি গবেষণাগারের মধ্যে একটি ।

ভেক্টর করোনভাইরাস প্রতিরোধে এপিভ্যাককোরোনা নামে একটি টিকা তৈরি করেছে, যা রাশিয়ায় গত অক্টোবরে লাইসেন্স পেয়েছে এবং এই মাসের শেষের দিকে ব্যাপক হারে উৎপাদন শুরু করার কথা রয়েছে।

এ বিভাগের আরো খবর