বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রূপগঞ্জের একাধিক সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা   
  • ৭ অক্টোবর, ২০২৫ ১৭:৪৬

রূপগঞ্জের গ্রামীণ সড়ক গুলোর অবস্থা ভয়াবহ। যান চলাচল তো দূরের কথা, কোন সুস্থ সবল মানুষ হেঁটে যাওয়াই দূরহ কাজ। বয়স্ক লোকেরা হেঁটে মসজিদে যেতে পারছে না রাস্তার বেহাল দশার কারণে। যোগাযোগ ক্ষেত্রে গ্রামীন অবকাঠামো একেবারে ভেঙে পড়েছে। মানুষের দুঃখ কষ্টের সীমা নেই। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিরা এ ব্যাপারে একেবারেই নিরব। উপজেলার নগর পাড়া বাজারের রাস্তাটি ১০ বছর ধরে অকেজো হয়ে রয়েছে প্রায়ই গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটছে। খামারপাড়া মসজিদে যেতে পারছে না মুসল্লিরা । নগরপাড়া মসজিদের রাস্তাটিরও বেহাল দশা। গোটা রূপগঞ্জে রাস্তার বেহাল দশা মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সরকারপাড়া এলাকার রাস্তাটি প্রায় দুই যুগ ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বৃষ্টির সামান্য পানিতেই কাদা ও গর্তে পরিণত হয় এসব রাস্তা। ফলে এলাকাবাসীকে প্রতিদিন পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার সরকারপাড়া সড়কটি বেশ গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় বছরের পর বছর ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। কোথাও কোথাও রাস্তায় বড় বড় গর্ত এবং সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।স্থানীয় এলাকার বাসিন্দা বিথী আক্তার বলেন, এই ভাঙ্গাচুড়া রাস্তা দিয়ে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ায় অনেক ব্যাঘাত ঘুটছে। বৃষ্টি হলে এ রাস্তা দিয়ে চলাচলের উপযোগী থাকে না। কোন রোগী অসুস্থ হলে এ রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না।স্থানীয় এলাকার বাসিন্দা জুয়েল সরকার বলেন,আমরা বিগত সরকারের আমলে বহুবার আবেদন করলেও কোন ফল পাইনি। স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করছি যাতে আমাদের রাস্তাটি সংস্কার করে দেয়। স্থানীয় এলাকার বাসিন্দা বাদল সরকার বলেন, বিগত সরকারের আমলে বহু রাস্তার উন্নয়ন দেখেছি আমাদের এলাকার এ রাস্তাটি সর্বদা অবহেলিত ভাবে দেখা হয়েছে। বার বার এলাকাবাসী আবেদন করলেও সঠিক সুরাহা হচ্ছে না। রাস্তা ভেংগে খাদে পরে গেছে অনেকাংশ, এতে রাস্তাটি সরু হয়ে মানুষের চলাচলের অনুপযোগি হয়ে পরেছে।মুসালিয়া বালিকা মাদ্রাসা শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন,মাদ্রাসায় যাওয়ার সময় অল্প বৃষ্টি হলেই ভাঙ্গা রাস্তা দিয়ে মাদ্রাসায় যেতে পারি না এবং মাদ্রাসার ড্রেস নষ্ট হয়ে যায় কাদায়। আমরা এ পিচ্ছিল রাস্তায় পরে যাই জামা কাপর নস্ট হয়। আমাদের এ রাস্তাটি ঠিক করে আমাদের বাচান।সরকারপাড়া মসজিদের ইমাম তাজুল ইসলাম বলেন, আমি এখানে প্রায় দশ বছরের উপরে মসজিদের ইমামতি করে আসতেছি আমি শুনে যাচ্ছি রাস্তার সংস্কার হবে হবে। অনেক বৃদ্ধ লোক রাস্তা খারাপের কারনে মসজিদে আসতে পারে না।রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন,আমি এ বিষয়ে জানিনা তবে লোক পাঠিয়ে জানার চেষ্টা করছি।স্থানীয় প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয় বলেন, বর্ষার বৃষ্টির প্রভাব এখনো রয়েছে। বৃষ্টি কেটে গেলে রাস্তা মেরামত করা হবে। মানুষের দুর্ভোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এ সমস্যা আর বেশিদিন থাকবে না ইনশাল্লাহ।

এ বিভাগের আরো খবর