বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যমুনা সার কারখানাসহ সরিষাবাড়ীর সড়ক ও বাসাবাড়ীতে জলাবদ্ধতা

  • সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি   
  • ৫ অক্টোবর, ২০২৫ ১৯:৪৮

জামালপুরের সরিষাবাড়ীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নবনির্মিত তারাকান্দি-ভুয়াপুর সড়কে উঠেছে দুষিত পানি। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি তিতাশ মোড়ে এমন চিত্র দেখা যায়। এমনকি সড়কের আশেপাশে থাকা বাসা, বাড়ীতেও ঢুকছে এসব দুষিত ও বিশাক্ত পানি। ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছে এ এলাকার বসবাসকারী মানুষ।

জানা যায়, সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কের তারাকান্দি যমুনা সারকারখানা সংলগ্ন তিতাস মোড় এলাকায় নতুন বাইপাস রাস্তা নির্মাণ করে সড়ক ও জনপদ অধিদপ্তর। এরপর থেকেই যমুনা সারকারখানা কমান্ডিং এরিয়ার ভেতরের পানি, বাহিরের ড্রেনের পানি ও বৃষ্টির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় দুই রাস্তার মাঝে হাটু পানি জমে যায়। ফলে প্রতিদিন এসব দুষিত ও বিষাক্ত পানি আশেপাশের বাড়ীতে ঢুকছে। এতে করে নানা রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। অনেকে পানি থেকে নিজের ঘরবাড়ী বাচাতে নতুন রাস্তার উপর দিয়েছেন বাধ। ফলে পানি কোথাও নামতে পারছে না এ কারনেই বাসা বাড়ীতে প্রতিদিন পানি বাড়ছে।

তিতাস মোড় এলাকার ব্যবসায়ী ময়নাল, রোজিনা, শামিম বলেন, এখানে কয়েকমাস ধরে পানি জমে আছে। অনেকের বাড়ীর ভেতরেও এসব পানি হাটু পর্যন্ত জমে আছে। আমারা ব্যবসা করতে পারতেছি না। দোকান ও বাড়ীতে পানি উঠে। তাই বাধ্য হয়ে রাস্তায় মাটি দিয়ে পানি আটকানোর চেষ্টা করছি। আমাদের কস্ট দেখার কেও নেই।

যমুনা সার কারখানার জিএম (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি ইতিমধ্যে আমরা জেনেছি। আমাদের যমুনার জমে থাকা পানি নিষ্কাশনের জন্য মটর বসিয়ে পানি আমাদের ড্রেনের সাথে নিষ্কাশনের ব্যবস্থা করবো। তাছাড়া এলাকার লোকজন পানি গুলোকে বিলে বা আশেপাশের খোলা জায়গায় নামতে দিচ্ছে না। রাস্তার উপর বাধ দিয়ে পানি আটকে রেখেছে। ফলে পানি গুলো কোথাও নামতে পারছে না। তবে পানি নিষ্কাশনের বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

এ বিভাগের আরো খবর