বিকেল নামলেই হাওরপারের গ্রামগুলো চঞ্চল হয়ে ওঠে। জেলেরা নৌকা নিয়ে ভেসে যান হাওরের বুকে। কেউ সারা রাত নোকার মাঝে ভেসে থাকেন পানিতে, কেউ আবার ফাঁদ পেতে রেখে সন্ধ্যার পর ফিরে আসেন বাড়িতে। তবে ভোর হওয়ার সাথে সাথে আবার ছুটে যান ফাঁদ সংগ্রহ করতে। এই ব্যস্ততার মূল কারণ চিংড়ি, যাকে স্থানীয় লোকজন ‘ইছা মাছ’ বলেন। আবার কেউ কেউ অন্যজাতের ছোট মাছ ধরার জন্য ফাঁদ ব্যবহার করেন যার নাম দাড়কি। সিলেট অঞ্চলে দড়ি নামেই পরিচিত।মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার অন্তেহরি গ্রামের প্রায় শতাধিক পরিবার বর্ষাকালে এই হাওরে চিংড়ি ধরে জীবিকা নির্বাহ করেন। তাদের প্রধান ভরসা ‘কিরণমালা’ নামে পরিচিত এক বিশেষ ফাঁদ। প্লাস্টিকের তৈরি এই ফাঁদে টোপ দেওয়া থাকে মাছের খাদ্য। টোপের আকর্ষণে চিংড়ি ঢুকে পড়ে ফাঁদের ভেতরে। তারা নৌকা বোঝাই করে এই ফাঁদ নিয়ে হাওরে যান।প্রতিটি নৌকা বোঝাই কিরণমালা ফাঁদ। সন্ধ্যা ঘনাতেই অন্তেহরির ভেতর থেকে আরও নৌকা হাওরের দিকে ছুটতে লাগল। আবার কিছু জেলে মাছ ধরে নৌকা নিয়ে বাড়ি ফিরছেন। তাদের চেহারায় সারা দিনের রোদে পোড়া ক্লান্তি।জেলেরা জানান, মাছ ধরা তাদের পেশা। বর্ষা এলে মাছ ধরেই তাদের সংসার চলে। প্রতিদিন শতাধিক নৌকা হাওরে নামে শুধু চিংড়ির টোপ ফেলতে। প্রতিদিন এসব ফাঁদে দুই থেকে চার কেজি পর্যন্ত চিংড়ি ধরা পড়ে। কখনো আরও বেশি। পাইকারি দরে প্রতি কেজি চিংড়ি বিক্রি হয় ৪০০ থেকে ৫০০ টাকায়। আষাঢ় থেকে কার্তিক পর্যন্ত এভাবেই চলে চিংড়ি শিকার। তবে বর্ষা মৌসুমে সংসার চলে ভালোভাবে।অন্তেহরি গ্রামের উজ্জ্বল বিশ্বাস এই প্রতিবেদককে জানান, চিংড়ি ধরার জন্য ‘কিরণমালা’ একটি অভিনব ও কার্যকর ফাঁদ, যা প্লাস্টিকের বোতল, দড়ি এবং বাঁশের কুঠি দিয়ে তৈরি হয়। এই ফাঁদে টোপ বা মাছের খাবার দেওয়া থাকে, যা চিংড়ির আকর্ষণ করে এবং ফাঁদের ভেতরে ঢুকিয়ে দেয়, এরপর চিংড়ি আটকা পড়ে। জেলেরা নৌকাযোগে হাওরে গিয়ে সারারাত ধরে এই ফাঁদগুলো পেতে রাখে এবং পরের দিন সকালে চিংড়ি ধরে জীবিকা নির্বাহ করেন।অন্যদিকে কাদিপুর গ্রামের মিঠুন সরকার জানান, ৪০০টি ফাঁদ নিয়ে তিনি হাওরে যাচ্ছেন। যে যার সুবিধামতো হাওরের পানিতে ফাঁদগুলো পেতে রাখেন। কেউ কাছাকাছি ফাঁদ ফেলে রাতে ফিরে আসেন, আবার কেউ হাওরের অনেকটা ভেতরে চলে যান। হাওরেই রাত কাটান।একই গ্রামের সংকর সরকার বলেন, মাছ ধরা তাদের পেশা। বর্ষা এলে মাছ ধরেই তাদের সংসার চলে। প্রতিদিন শতাধিক নৌকা হাওরে নামে শুধু চিংড়ির টোপ ফেলতে। যা দিয়ে তাদের জীবন চলে, চলে সংসার বাচ্চাদের পড়াশোনাসহ চিকিৎসা।
চিংড়ি মাছ ধরতে নৌকায় ‘কিরণমালা’ ফাঁদ
এ বিভাগের আরো খবর/p>