চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান ওয়াপদা অফিস পার হওয়ার সময় চোখে পড়ে সীমানা প্রাচীর ঘেরা বিশাল এক এলাকা। সেখানে নানা নির্মাণকাজ চলছে। বিশাল এলাকাটিকে প্লটে ভাগ করা হচ্ছে। আছে একটি তিনতলা ভবনও। জানা গেল এটি রাউজান বিসিক শিল্পনগর এলাকা। তবে ভবনের ভেতর গিয়ে কাউকে পাওয়া গেল না। অফিসের একটি কক্ষে আছেন পাঁচজন আনসার সদস্য, তারা শিল্প এলাকার পাহারায় নিয়োজিত। একটু ঘুরে দেখতেই নজরে এলো বিসিক শিল্প এলাকার দুরবস্থা। ফাঁকা প্লটগুলোতে ঝোপঝাড়। পশ্চিম পাশের সীমানা প্রাচীর ধ্বসে পড়েছে। ভরাট করা মাটি সীমানা প্রাচীরের নিচ দিয়ে বাইরে চলে গেছে। তবে শিল্পনগরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ করতে সাব-স্টেশন করা হয়েছে। স্থাপন করা হয়েছে গ্যাস সরবরাহের পাইন লাইনও।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত একবছর তিনমাস ধরে এই শিল্পাঞ্চলের কাজ বন্ধ। এর কারণ ঠিকাদার পালিয়ে গেছেন। আবার জনবলও নিয়োগ হয়নি। বরাদ্দ দেওয়া হয়নি প্লট। ফলে শুরুতেই মুখ থুবড়ে পড়েছে রাউজান বিসিক শিল্পনগর। ২০২২ সালে ৩৫ একর জমিতে রাউজান বিসিক শিল্পনগর নির্মাণের কাজ শুরু হয়। শিল্পনগরে ১৮৪টি শিল্প প্লট তৈরির কাজ চলছিল। ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হওয়ার কথা। হযরত গোফুর আলী বোস্তামী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান শিল্পনগর ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, তোরণ নির্মাণ ও তিনতলা বিশিষ্ট অফিস ভবন নির্মাণের কাজ পেয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। গতবছরের ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে। তবে তার আগেই জুলাই মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বুঝিয়ে দিয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, ‘প্রকল্পটি র্সম্পকে আমার তেমন কোনো ধারণা নেই। এটির সাথে যারা সংশ্লিষ্ট তারা কখনো এ বিষয়ে আমার সাথে যোগাযোগ করেনি। তবে বিসিক শিল্পনগর প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। বহু মানুষের কর্মসংস্থান হবে।’
জানা যায়, বিসিক শিল্পনগরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল জনবল নিয়োগের মাধ্যমে। পাশাপাপশি লটারির মাধ্যমে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা ছিল কর্তৃপক্ষের। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ২০২১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে একনেক সভায় অনুমোদিত হয় দেশের বিভিন্ন স্থানের সাতটি শিল্পাঞ্চল। তার মধ্যে চট্টগ্রাম ছিল তিনটি-মিরসরাই, সন্দ্বীপ ও রাউজান। রাউজান বিসিক শিল্পনগরের জন্য বরাদ্দ করা হয় প্রায় ৮০ কোটি টাকা।
বিসিক জানায়, রাউজানের এই শিল্পনগরে থাকবে ১৮৪টি শিল্প প্লট। এখানে পোশাক কারখানা, প্লাস্টিক কারখানা, খেলনা তৈরির কারখানাসহ কুটির শিল্পের মধ্যে পড়ে এমন কারখানা গড়ে উঠবে।
বিসিক চট্টগ্রাম জেলার উপমহাব্যবস্থাপক এস এম এম আলমগীর আলকাদেরী বলেন, ‘রাউজান সদর ইউনিয়ন ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ও জঙ্গল রাউজান মৌজায় ৩৫ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এখানে দ্রুত ১৮৪টি শিল্প প্লট তৈরির কাজ শুরু হবে। জনবল সংকট ও রাজনৈতিক পালাবদলের কারণে কাজে কিছুটা ধীরগতি তৈরি হয়। এখন কোন সমস্যা নেই। দ্রুত শিল্পনগর বাস্তবায়নে আমরা কাজ করছি।’