শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে এফ ডি এর উদ্যোগে হতদরিদ্র সনাতন ধর্মাবলাম্বীদের মাঝে শারদীয় উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার টেপুরাকান্দী এলাকায় এফডিএর কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভলমমেন্ট এজেন্সি (এফডিএর) নিজস্ব অর্থায়নে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি- সুস্মিতা সাহা। এফডিএর নির্বাহী পরিচালক আবু ছাহের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব এফডিএর প্রতিষ্ঠাতা মো. আজহারুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল প্রমুখ। পরে হতদরিদ্র শতাধিক হরিজন সম্প্রদায় ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
ফরিদপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এফ ডি এর শাড়ি বিতরণ
এ বিভাগের আরো খবর/p>