বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাগুরা সদর হাসপাতালে হুইলচেয়ার প্রদান

  • মাগুরা প্রতিনিধি   
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:১৮

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রোগী সেবার মানোন্নয়নে ৪টি হুইলচেয়ার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ারগুলো হস্তান্তর করেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিনের কাছে এগুলো তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান, জেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন, সাবেক থানা বিএনপি সভাপতি কুতুব উদ্দিন কুতুব, পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুদ খান কিজিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা সদর হাসপাতাল নানা সমস্যায় জর্জরিত। দুর্ঘটনায় আহত বা অসুস্থ রোগীদের দ্রুত বিভিন্ন ওয়ার্ডে নেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিশেষ করে হাসপাতালের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় রোগী স্থানান্তরের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হয়। এই সমস্যা মোকাবেলায় আমরা ৪টি হুইলচেয়ার প্রদান করেছি।

তিনি আরও বলেন, ‘সদর হাসপাতালে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এ সমস্যার সমাধানে আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। জনগণ আমাদের সাথে থাকলে আমরা ভবিষ্যতে হাসপাতালের সেবার মান আরও উন্নয়নে কাজ করতে চাই।

এ বিভাগের আরো খবর