বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শ্রীমঙ্গলে দেশের একমাত্র আগাম দুর্গাপূজা শুরু মঙ্গলচণ্ডী মন্দিরে

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি   
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৩১

চারিদিকে চা বাগান আর সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের ইছামতী চা বাগানে অবস্থিত মঙ্গলচণ্ডী মন্দিরে শুরু হয়েছে দেশের একমাত্র আগাম দুর্গাপূজা। বাদ্যযন্ত্র, উলুধ্বনি, অঞ্জলি ও আরতী প্রদানের মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজা চলছে।

প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজার ছয়দিন আগেই শুরু হয়েছে এই বিশেষ পূজা। সোমবার সকালে দেবী দুর্গার প্রথম রূপ শৈলপুত্রী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পৌরাণিক নিয়ম অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে দেবীর ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপের পূজা অনুষ্ঠিত হবে।

হবিগঞ্জ থেকে পূজা দেখতে আসা অন্নপূর্ণা চক্রবর্তী বলেন, ‘দুর্গাপূজা আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সাধারণত ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজা হয়ে থাকে। কিন্তু এখানে নয়দিন ধরে দেবীর ভিন্ন ভিন্ন রূপে পূজা হয়। ফলে আনন্দের দিনগুলোও বেড়ে যায়। আমরা এসে বিভিন্ন রূপের পূজা প্রত্যক্ষ করেছি।

খুলনা থেকে আগত বিশ্বজিৎ সাহা জানান, ‘পরিবারের সঙ্গে জীবনে প্রথমবারের মতো নবদুর্গা পূজা দেখতে এসেছি। এখানে মা দুর্গার অনেকগুলো প্রতিমা রয়েছে। এরকম আয়োজন আগে কখনও দেখিনি, সত্যিই অসাধারণ।’

শ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রম নবরূপে নবদুর্গা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজন ভট্টাচার্য জানান, প্রায় ৫০০ বছর আগে এখানে দেবী মঙ্গলচণ্ডীর পূজা শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় ১৫ বছর আগে নবদুর্গা পূজার বিশেষ আয়োজন চালু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।

মঙ্গলচণ্ডী নবদুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল ভৌমিক দৈনিক বাংলাকে বলেন, ‘বাংলাদেশে এটিই একমাত্র আগাম দুর্গাপূজা, যা টানা ১৫ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। দেবীর ৯টি রূপের পূজা শেষে দশমীতে সম্পন্ন হবে বিসর্জন।

দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা ও দর্শনার্থীরা ভিড় করছেন এই পূজা দেখতে। উৎসবমুখর পরিবেশে হাজারো মানুষের সমাগমে পূজামণ্ডপ এলাকা রূপ নিয়েছে এক মহাসমারোহে।’

এ বিভাগের আরো খবর