মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জসিম মোল্যা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে নড়াইল-মাগুরা সড়কের নড়াইল ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
জসিম মোল্যা সদর উপজেলার হবখালি ইউনিয়নের ফলিয়া গ্রামের জাফর মোল্যার ছেলে। সে স্থানীয় একটি মদরাসার শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান জসিম মোল্যা নিজ বাড়ী থেকে নড়াইল শহরের দিকে আসছিল। দুর্ঘটনা কবলিত স্থানে পৌছালে নড়াইল শহর থেকে ছেড়ে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এলাকার মানুষ উদ্ধার করে আহত জসিমকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতিতে চিকিৎসকরা তাকে অন্যত্র নেবার পরামর্শ দিলে খুলনায় নেবার পথে সে মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) মো.সাজেদুল ইসলঅম বলেন সড়ক দুর্ঘটনার কথা জানা গেছে। শুনেছি তাকে খুলনায় নেবার পথে ছেলেটি মারা যায়। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হবে ।