জয়পুরহাট পৌরসভায় নাগরিক সেবার মান উন্নয়ন না করেই এখতিয়ার বহির্ভূতভাবে বর্ধিত পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১২টায় শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন, সচেতন পৌর নাগরিক সমাজের আহ্বায়ক এমএ ওয়াহাব, জেলা যুবদলের সাবেক আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, গ্রীন এন্ড ক্লিন জেলার সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাবেক ছাত্রনেতা আলী হাসান মুক্তা, মতিয়র রহমান ও এস এম আসিফ শাহরিয়ার।
বক্তারা বলেন, জয়পুরহাট পৌরসভার প্রশাসক সেবার মান উন্নয়ন না করে হঠাৎ করে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করেছেন। যা পৌরবাসীর জন্য অনেক কষ্টদায়ক। তাই বর্ধিত ট্যাক্স প্রত্যাহার করা না হলে পৌরসভা ঘেরাও সহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।