মরমী সাধক ফকির লালনশাহের কুষ্টিয়াস্থ ছেঁউড়িয়া মাজার ভবনে দীর্ঘদিন ধরে ফাটল দেখা দেয়ায় আতংকিত হয়ে পড়েছেন বাউল ও ভক্তরা। মাজারের পূর্ব ,পশ্চিম উত্তর পাশের অংশের পিলারেও ফাটল ধরেছে। মাজারের গম্বুজেও ফাটলধরায় খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি হলেই সমাধীর উপরে পানি পড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে আসেকানদের খেদমত করছেন খাদেম। তবে বারবার সংস্কার হয় তাতে কোন কাজে আসেনা। তাই এবার সংস্কার নয় করতে হবে পুনর্নির্মাণ, এমন দাবী এসব লালন ভক্ত ফকির বাউলদের।
১৯৬২ সালে নির্মিত লালন মাজারের প্রধান ফটক ও মুল মাজার। এর মধ্যে কেটে গেছে ৬৩ বছর। ১৯৯৬ সালে নির্মিত হয় ভেতরের অডিটোরিয়াম ও মিউজিয়াম। প্রতিবছর দুটি উৎসব আসলেই মূল গেট ও মাজারসাদা, কালো রঙ্গে আচ্ছাদিত হয়। দিনে দিনে ইটের গাঁতুনির ভবন ও মুল গেটের স্থায়ীত্ব হারিয়েছে। দেখা দিয়েছে এখন ফাটল।
বাংলাদেশ সহ বিশ্বের কোটি কোটি লালন ভক্তদের মাঝে বাউল সম্রাট লালন শাহের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে এর মুল ডিজাইন ঠিক রেখে প্রয়োজন স্থায়ী সংস্কার করা প্রয়োজন এমন প্রত্যাশ লালন ভক্ত ও অনুসারীদের।
লালনের আখড়াবাড়িতে ঘুরতে আসা দশনার্থী এস এম রুশদী জানান ফকির লালন সাইজীর আখড়া বাড়িটি এখানে তার সমাধীস্থল (হকের ঘর) এটা এখন বর্তমানে জরাজীর্ণ অবস্থায় উপর থেকে চুন-সড়কি খুলে পড়ছে । অনেক জায়গায় ফেটে গেছে। সাইজীর মাথার ও বুকের উপর গম্বুজ ফেটে পানি পড়ছে। চারিদিকে এটা একটা বেহাল অবস্থার মধ্যে আছে।
লালন একাডেমির শিল্পী আনু ফকির বলেন, সাঈজীর মাজারটি পাকিস্তান আমলে তৈরি। ওই হিসাবে মাজারের বযস ৬০ বছরের বেশি হয়ে গেছে। এর আগে সংস্কার একবার করা হয়েছিল কিন্তু সেটা টিকে নাই। এখানে সংস্কার করলে টিকবে না মাজারটি পূর্ণনির্মাণ করতে পারলে ভালো হয়। সাইজীর মাজারের গম্বুজ ফেটে গিয়েছে, পানি পড়ে, সময় সময় প্লাস্টার খুলে পড়ছে। এখানে সব সময় দর্শনার্থীরা চলাফেরা করে এবং খাদেম সাহেব বসে থাকেন। এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যখন তখন ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। আমরা জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি সাইজীর মাজারটি সংস্কার না করে যেন নতুন করে পুনর্নির্মাণ করা হয়।
মাজারের ভারপ্রাপ্ত খাদেম মাসুদ শাহ বলেন, বাউল সম্রাট লালন শাহের মাজার সারা বিশ্বের ভেতর আন্তর্জাতিক মাজার। এই মাজারে আছে বাত্তির নিচে অন্ধকার। এর আগে তারা সংস্কার করছে। সংস্কার করার কিছুদিনের মধ্যেই আবার যাচ্ছে তাই হয়ে গিয়েছে। পাকিস্তান পিরিয়ডে ১৯৬২ সালে তৈরি করা মাজার। সেই মাজারে আজ চতুরদিকে ফাটল ধরে গেছে। গম্বুজের নিচে চারিদিকে ফাটল ধরে গেছে। বৃষ্টি হলে সাইজীর বুকের উপর পানি পড়ে। ছাদেও রড বেরিয়ে গেছে। আগে একবার ভেঙ্গে খাদেম আহত হয়েছিলেন। আমরা চাচ্ছি সংস্কার না করে মাজারটাকে যেন পুনর্নির্মাণ করা হয়।
লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, যেহেতু এটি একটি সংবেদনশীল বিষয়, সেহেতু ওই মাজারটিকে ভেঙে আবার তৈরি করতে গেলে সে ক্ষেত্রে ভক্তদের সাথে, আশপাশের মানুষ, সুধিজন এবং মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে। আমরা প্রতিবারের মত সংস্কার এবারও করবো। অলরেডি পদক্ষেপ নেয়ার জন্য গণপূর্ত অধিদপ্তরকে আমরা বলেছি এবং তারা উদ্যোগ নিয়েছে। এটা অচিরেই সমাধান হবে। কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে দুর্ঘটনা ঘটবে, এরকম আশংকা আমার মনে হয়না আছে। ছোট ছোট কিছু সমস্যা আছে সেগুলো মেরামত করলে ঠিক হয়ে যাবে।