ময়মনসিংহের ভালুকায় অতিথিসহ আটজনকে চেতনানাশক খাইয়ে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার ধীতপুর ইউনিয়নের বাদেপুরুড়ার কতদতলী গ্রামে এ ঘটনা ঘটে।
অচেতনদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবারের সদস্যরা জানান, মো. রফিকুল ইসলাম সরকার রনু (৬০), তার স্ত্রী রহিমা খাতুন (৫৫), দুই পুত্রবধূ, নাতি-নাতনী এবং বেড়াতে আসা অতিথি দম্পতি—সবার শরীরে দুপুরের পর থেকেই অস্বাভাবিক ঝিমঝিম ভাব শুরু হয়। রাতে সবাই অজ্ঞান হয়ে গেলে দুর্বৃত্তরা বারান্দার ছিটকিনি ভেঙ্গে ঘরে ঢুকে নগদ টাকা ও প্রবাসী ছেলেদের আনা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
পরে গভীর রাতে এক পুত্রবধূ চেতনা ফিরে পেলে জিনিসপত্র তছনছ দেখতে পান এবং স্বজনদের খবর দেন। পুলিশ ৯৯৯–এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে ছয়জন প্রাথমিক চিকিৎসা পান, আর রহিমা খাতুন ও অতিথি বাবুল খানকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
পরিবারের সদস্যদের ধারণা খাবারের সাথে অথবা পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিন সরকার বলেন, প্রথমে শুনেছিলাম সবাই অসুস্থ হয়েছে। পরে খবর পাই ডাকাতির।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।