বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নড়াইল ২৫০ শয্যা হাসপাতাল দেড় বছর মেয়াদের কাজ ৭ বছরেও শেষ হয়নি

  • কার্ত্তিক দাস-নড়াইল   
  • ২২ আগস্ট, ২০২৫ ২০:১৩

৫০ শয্যা থেকে ১০০ শয্যা, পরবর্তীতে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিতকরণ হওয়ায় চিকিসাসেবায় আশার আলো দেখেছিল নড়াইলের আমজনতা। কিন্তু সুচিকিৎসার একমাত্র ভরসাস্থল এখন নকশা জটিলতার গ্যাড়াকলে। ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিতকরণ প্রকল্পের কাজ দেড় বছর মেয়াদের ভবনের কাজ ৭ বছরেও শেষ হয়নি। ফলে জেলার ৮ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল নির্মাণাধীন হাসপাতাল ভবনটি এখন রোগীদের কাতারে। তবে থেমে নেই ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম।

সরেজমিন দেখা গেছে, নড়াইল জেলা শহরের ১০০ শয্যার হাসপাতালে প্রতিদিনই প্রায় ৪শ থেকে সাড়ে ৪শ রোগী সেবা নিতে আসে। আর হাসপাতালের শয্যা সংকটে রোগীরা চিকিৎসা নিচ্ছেন বারান্দা, সিড়িঘর, করিডোরে। এসব রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

আবার কোনো কোনো বেডে একাধিক রোগীকে রাত যাপন করতে দেখা গেছে। নিয়মনীতির যেন, কোনো বালাই নেই। যদি হয় সুজন-তেতুল পাতায় নয়জন এমন প্রবাদ বাক্যটি এখন হাসপাতালের রোগীদের বিছানার জন্য খুবই উপযোগী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের জুন মাসে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ৮ তলা পর্যন্ত ভবনের নির্মাণকাজ শুরু হয়। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৪০ কেটি টাকা। তিন দফা মেয়াদ বাড়িয়েও নির্মাণকাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি। এদিকে, নকশা পরিবর্তন আর সংশ্লিষ্ট বিভাগের অসহযোগিতাকে দায়ী করছেন ঠিকাদার। ৯ তলার কাজ মাত্র শুরু করেছেন আরেক ঠিকাদার ।

গণপূর্ত বিভাগ জানায়, একটি মাত্র লিফ্ট দিয়ে শুরু হয় ৭ তলা ভবনের নির্মাণকাজ। নকশা পরিবর্তনের পর প্রথমে ৮ম তলা ভবন নির্মাণ কাজ শুরু হয়। ম্যাকানিক্যাল ইকুয়েপমেন্ট ও চিকিৎসকদের চেম্বারের জন্য ৬ তলা ভবন নির্ধারণ করা হয়। আর ২০২২ সালের ফেব্রুয়ারিতে রিভাইস ওসি পাশ হয়। নতুন করে বসানো হয় আরো তিনটি লিপ্ট। নবম তলায় হওয়ার কথা ১০ শয্যার আইসিইউ।

অভিযোগ করা হচ্ছে, ভবনের কাজ সম্পন্ন হলেও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নির্মাণাধীন নতুন ভবন হস্তান্তর করছে না গণপূর্ত বিভাগ। গণপূর্ত বিভাগের টালবাহনা করার কারণে হতাশ হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে গত ২০২৪ সালের ২৭ এপ্রিল বিকেলে নড়াইলের ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নিতকরণ কাজের উদ্বোধন করেন তৎকালীণ স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। উদ্বোধনের এই কর্মকান্ডটি জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়। তারা বুঝতেই পারছেন না এই অনুষ্ঠান আযোজনের উদ্দেশ্য কি? তাদের অভিমত হাসপাতালের নতুন ভবন উদ্বোধন, না নির্মাণ কাজের উদ্বোধন করার জন্য অনুষ্ঠান টা ছিল এটি!।

ওই দিন মন্ত্রী মহোদয় ফলক উন্মেচনের পর ফিতা কেটে ২৫০ শয্যা হাসপাতাল ভবনের উদ্বোধন করেন। মন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মো. খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাসচিব অধ্যাপক ডা. মীরজাদী সেরিনা ফ্লোরা, নড়াইল-২ আসনের সাবেক সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজাসহ ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওইদিন নেতাকর্মীদের ভিড়ে উদ্বোধনের ছবিই তোলা দুষ্কর হয়ে পড়ে সাংবাদিকদের। হাসপাতাল চত্বরে এখন আর নেতাকর্মীদের সেই ঠেলাঠেলি নেই। তবে রোগীদের ঠেলা-ঠেলিতে হাসপাতাল নিজেই এখন অসুস্থ ।

নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তারিকুজ্জামান লিটু বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের প্রতিটি সেক্টরে ছিল দূর্ণীতিতে ঠাসা। তাদের আমলে যেখানে যে কাজ হয়েছে, তা কল্যাণকর ছিল না। অক্টোপাসের মত সব গিলে খেয়েছে ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের নেতা-কর্মীরা। তারিকুজ্জামান লিটু আশাবাদী এই বাংলার মাটিতেই আওয়ামী সরকারের বিচার হবে। অপরাধীরা কেউই রেহাই পাবে না।

নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ বলেন, গোড়া থেকেই গলদ রয়েছে ভবন নকশার। যে কারণে ভবন নির্মাণ কাজের শেষ মুহূর্তে বিষয়টি নজরে আসে। নকশা সংযোজন কিংবা পরিবর্তন করে খুব তাড়াতাড়ি আমাদের কাছে হস্তান্তর করবে এমনটাই আশা প্রকাশ করেন তিনি।

এ বিভাগের আরো খবর