"প্রযুক্তি নির্ভর যুবশক্তি' বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।
মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন এবং কবুতর উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। পরে যুব উন্নয়নের সম্মেলন কক্ষে শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। সভা শেষে, যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাক্তার মোঃ শামীম কবির, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, ইসলামী আন্দোলন মাগুরা জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আজকের তারুণ্য মানেই আগামী দিনের ভরসা। তারা শুধু ভবিষ্যতের জন্য নয়, এখনই সমাজে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। প্রযুক্তি, শিক্ষায় উদ্ভাবন, সামাজিক সচেতনতা কিংবা পরিবেশ রক্ষা—সব ক্ষেত্রেই তরুণদের অবদান এখন চোখে পড়ার মতো। তবে তাদের পথটা সব সময় মসৃণ নয়। অনেক তরুণ বেকার, কেউ পাচ্ছে না মানসম্মত শিক্ষা, আবার কেউ মানসিক চাপ বা সামাজিক বৈষম্যের মুখোমুখি। তবুও তারা থেমে নেই। নিজের স্বপ্ন পূরণ করতে, পরিবার ও সমাজকে কিছু দিতে তারা প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছে।
এই তরুণদের সম্মান জানাতেই প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক যুব দিবস।
এসময় বক্তারা আরো বলেন, তরুণদের কথা শোনার এবং তাদের পাশে থেকে সহায়তা করার সময় এখনি। যুব সমাজকে ক্ষমতায়ন করে আমরা একটি শান্তিপূর্ণ ও টেকসই ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলতে পারি। তাদের চিন্তা, নেতৃত্ব ও কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।