পারিবারিক কলহের জেরে জয়পুরহাটের কালাইয়ে বটির কোপে ব্যাংক কর্মকর্তা স্বামীকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক শিক্ষিকা স্ত্রীর বিরুদ্ধে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুত গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যাংক কর্মকর্তা মতিয়র রহমান (৩৫) ওই গ্রামের আব্দুল মতিন সরকারের ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংকে জুনিয়র অফিসার পদে কর্মরত। অভিযুক্ত স্ত্রী জেলার বিনইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বলে জানাগেছে।
স্থানীয় ও পরিবারের সুত্র জানা যায়, বিয়ের পর থেকে ওই সহকারী শিক্ষিকাকে নিয়ে বগুড়া শহরের একটি বাসা ভাড়া থাকতেন ব্যাংক কর্মকর্তা মতিয়র রহমান। তবে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলতে থাকে। সম্প্রতি শহরে একটি বাসা ও সন্তানের নামে ১০ লাখ টাকা ব্যাংকে জমা রাখার দাবি করেন ওই সহকারী শিক্ষিকা। এ নিয়ে রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে শিক্ষিকা ঘর থেকে বটি এনে স্বামীর মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
অভিযুক্ত শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে বলেন, কর্মস্থলে এক নারী সহকর্মীর সঙ্গে তার স্বামীর অনৈতিক সম্পর্ক রয়েছে এসব বলায় স্বামী নিজেই এমন ঘটনা ঘটিয়ে তার ওপর দোষ চাপাচ্ছেন।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।