বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেত্রকোণায় আন্তর্জাতিক উশু-কুংফু দিবস পালিত

  • এ বি চৌধুরী নাদিম, নেত্রকোনা প্রতিনিধি   
  • ১০ আগস্ট, ২০২৫ ১৭:০৯

এই দিনটি কেবলই উশুকাদের” নেত্রকোণায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব উশু কুংফু দিবস। শনিবার নাদিম মার্শাল আর্ট উশু সেন্টার এর উদ্যোগে কালেক্টর মাঠ প্রাঙ্গণে সকাল ৯. ৩০ ঘটিকার সময় উশু-কুংফু দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও কুংফু ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দিনটিকে বিশেষভাবে পালন করলেন নেত্রকোণা অঙ্গন থেকে উশু এসোসিয়েশন । জেলা নাদিম মার্শাল আর্ট উশু সেন্টার এর প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক নাদিম আহমেদ এর নেতৃত্বে আনন্দ র‌্যালি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন জেলার, ক্লাব ও সংস্থার উশু ও কুংফু ক্রীড়াবিদ। এতে উপস্থিত ছিলেন জেলা উশু সেন্টার এর ভাইস প্রেসিডেন্ট মনি চেয়ারম্যান,নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, জেলা উশু সেন্টার এর যুগ্ম সম্পাদক প্রনয় বিশ্বাস,, সদস্য দেলোয়ার হোসেন, অভিভাবক মোঃ আউলাদ হোসেনসহ জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর