নোয়াখালীর সোনাইমুড়ীতে স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন এক যুবক। মূহুর্তেই চাঞ্চল্যকর ঘটনা হিসেবে এই তথ্য ছড়িয়ে পড়ে উপজেলা জুড়ে। তবে এমন ঘটনার সত্যতা পায়নি পুলিশ। যুবকের নাম মোঃ বেলাল হোসেন, তিনি সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের জুগিরখিল আশরাফ খানের নতুন বাড়ি এলাকার মোঃ রফিকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, রবিবার ভোর ৪টার দিকে উপজেলার বাইপাস গোল চত্বর এলাকায় বেলাল নামের যুবককে ঘোরাফেরা করতে দেখে থানা পুলিশের মোবাইল টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের স্ত্রী ও সন্তানকে গলায় গামছা পেচিয়ে হত্যা করেছেন বলে স্বীকার করে। পরে ওই ছেলের দেওয়া তথ্য অনুযায়ী থানা পুলিশ ঘটনা গিয়ে যুবকের স্ত্রী-সন্তানকে জীবিত ও সুস্থ অবস্থায় পায়।
যুবকের স্ত্রী রবিনা আক্তার জানান, তার স্বামী গত ছয়মাস পূর্বে গ্রীস থেকে দেশে ফিরে তাকে বিয়ে করেন। বিদেশে থাকা অবস্থায় তিনি মাফিয়াদের হাতে নির্যাতনের শিকার হন। পরে মুক্তিপণ দিয়ে সেখান থেকে ছাড়া পান। এর পরে গ্রীসের পুলিশের হাতে আটক হয়ে কয়েকমাস অবর্ণনীয় নির্যাতন সোহ্য করে দেশে ফেরেন। এর পর থেকে মানসিক সমস্যায় রয়েছেন।
থানায় গিয়ে কথা হলে বেলাল হোসেন জানান, জমি বিক্রি করে ও ঋণ নিয়ে প্রায় ১১ লাখ টাকা খরচ করে আরব-আমিরাতে যান। এসময় ৬ মাসের মাথায় গ্রিসের মাফিয়া চক্র তাকে একমাস ১৪ দিন বন্দী রেখে নির্যাতন করে। পরে তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান। এর কিছুদিন পর অবৈধ ভাবে গ্রীসে থাকার অপরাধে ওই দেশের পুলিশ একমাস নির্যাতন চালিয়ে দেশে ফেরত পাঠায়। দেশে ফিরে জানতে পারেন তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। এই কষ্টে তিনি পার্শ্ববর্তী এলাকার এক মহিলাকে তার কন্যা সন্তান সহ বিয়ে করেন যে ঘটনাটি পারিবারিক ভাবে মেনে নেয়নি। এছাড়া অর্থনৈতিক ভাবে ঋণগ্রস্ত থাকা সহ সামাজিক চাপের কারনে তিনি মানষিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম জানান, পূর্বের স্বামীর বিভিন্ন বিষয় নিয়ে রুবিনা আক্তার তার বর্তমান স্বামী বেলাল হোসেনের সাথে তুলনা করেন। যুবক বেলাল হোসেন কন্যা সন্তান সহ রুবিনাকে বিয়ে করায় সামাজিক ভাবে চাপে থাকেন। এছাড়া কয়েক লাখ টাকা দেনা করে বিদেশ গিয়ে কয়েক মাসের মাথায় দেশে ফেরত আসেন। বর্তমানে তিনি পারিবারিক ও অর্থনৈতিক চাপে থাকায় তার মানষিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। যে কারনে তিনি উদ্ভট আচরন করছেন। বেলাল হোসেনকে তার পরিবারে জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।