ভারতে চোরাচালানের সময় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি ওজনের ২১টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আটক করা হয়েছে আবদিন মিয়া নামে এক চোরাকারবারিকে। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী। আটক আবদিন মিয়া (৩৫) জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে।
বিজিবি জানায়, দর্শনা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় একটি মোটরসাইকেলযোগে দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যাওয়ার পথে তাদেরকে থামার সংকেত দেওয়া হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়, অন্যজন মোটরসাইকেল থেকে নেমে পুকুরে ঝাঁপ দেয়। পরে পুকুর থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২১টি স্বর্ণের বার।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী জানান, ২১টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৪৪৯ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। আটক আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।