পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে নারী পুরুষ শিশু সহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ৪ মাসে পঞ্চগড় সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে প্রায় ২শতাধিক মানুষকে পুশইন করলো ভারতীয়রা।আজ বুধবার (১৩আগষ্ট) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে ঘাগড়া বিওপি সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষ ও শিশু সহ ২৩ জনকে আটক করে নীলফামী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার দিনগত গভীর রাতে ভারতীয় বিএসএফ তাদের পুশইন করে। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে সকালে পুশইন করা ১৩ জন নারী,৯ জন পুরুষ ও ১ জন শিশুকে আটক করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।আটকের পর তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসছিলেন। সম্প্রতি তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।আটককৃতরা বাংলাদেশের সাতক্ষিরা, যশোর, নড়াইল ও নীলফামারী জেলার বাসিন্দা বলে জানা গেছে। তারা দির্ঘদিন ভারতের বোম্বে শহরে বিভিন্ন বাসা বাড়ীতে কাজ করতো বলে জানায়।পুলিশ বলছে তাদের পরিচয় নিশ্চিত করা সহ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে সঠিক পরিচয়ের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে ।
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে নারী-পুরুষ শিশু সহ ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ
এ বিভাগের আরো খবর/p>