রাজধানীর উত্তরা থেকে খিলক্ষেত অভিমুখী সড়কে গতকাল বৃহস্পতিবার সারাদিনই ছিল তীব্র যানজট। যানজটের প্রধান কারণ ছিল খিলক্ষেত বাসস্টপের ঠিক সামনে কুড়িল ফ্লাইওভার ওঠার মুখে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিটের (এমআরটি লাইন-১) ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য নানা ধরনের প্রস্তুতি। পূর্ব ঘোষণা না দিয়ে কুড়িল ফ্লাইওভার বন্ধ করে দিনভর কাজটি করার পর গতকাল সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ঘোষণা দিয়েছে, খিলক্ষেত থেকে কুড়িল ফ্লাইওভারে ওঠার র্যাম্পটি আরও ২৯ ঘণ্টা টানা বন্ধ থাকবে। ফলে গতকাল পুরোদিনের পর আজ শুক্রবারও সারাদিন এই র্যাম্পটি দিয়ে কুড়িল হয়ে ৩০০ ফুটের সড়ক বসুন্ধরা হয়ে খিলগাঁও, পল্টনের দিকে সরাসরি যাতায়াত করা সম্ভব হবে না।
এ জন্য এই রুটে চলাচলকারী যানবাহনকে খিলক্ষেত থেকে সোজা রাস্তা ধরে এগিয়ে হোটেল র্যাডিসনের আগে থাকা বিভাজকে ইউটার্ন নিয়ে নিকুঞ্জ-১ এর সামনে অবস্থিত বিশ্বরোডের র্যাম্প ব্যবহার করে কুড়িল ফ্লাইওভারে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল সন্ধ্যায় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) এর প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞা স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা হতে ১৮ এপ্রিল শুক্রবার রাত ১২ টা পর্যন্ত খিলক্ষেত হতে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
এদিকে, গতকাল বৃহস্পতিবার পূর্ব ঘোষণা ছাড়াই ডিএমটিসিএল কুড়িল ফ্লাইওভারের খিলক্ষেতের মুখটি আটকে ইউটিলিটি স্থানান্তরের কাজ শুরু করায় উত্তরা থেকে খিলক্ষেত হয়ে নগরীতে প্রবেশে ভয়াবহ যানজটের মুখে পড়েন রাজধানীবাসী। এদিন বৃহত্তর পাবলিক পরীক্ষা হিসেবে স্বীকৃত এসএসসি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীরা পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে ভীষণ দুর্ভোগের শিকার হন। ভুক্তভোগীরা জানান, উত্তরার আজমপুর থেকে খিলক্ষেত আসতে যেখানে ১০-১৫ মিনিটের বেশি সময় লাগে না সেখানে যানজটে প্রতিটি যানবাহনের দুই থেকে আড়াই ঘণ্টা সময় লেগে যায়।
সরেজমিনে দেখা গেছে, উত্তরার আব্দুল্লাহপুর থেকে র্যাডিসন হোটেলের আগের ইউটার্ন পর্যন্ত ছিল এই যানজট। ফলে একদিকে বৃষ্টি ও পরে ভ্যাপসা গরমে ভীষণ দুর্ভোগে পড়েন পথযাত্রীরা।
মাহবুব আলম নামে খিলক্ষেতের এক বাসিন্দা জানান, ইউটিলিটি স্থানান্তরের কাজটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ হতে পারে তবে কাজটি কখন কোথায় শুরু হচ্ছে তা আগেই নগরবাসীকে জানানো উচিত। তিনি বলেন, নিজের গাড়ি নিয়ে খিলক্ষেত পর্যন্ত এসে শুনি কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের দিয়ে হ্যান্ড মাইকে অনুরোধ করা হচ্ছিল কুড়িলগামী গাড়িগুলোকে ফ্লাইওভার পরিহার করে র্যাডিসনের আগের সড়ক বিভাজকে ইউটার্ন নিয়ে নিকুঞ্জ-১ এর সামনের ফ্লাইওভার দিয়ে কুড়িল হয়ে গন্তব্যে যেতে। বিষয়টি আগে থেকে জানা থাকলে আগে থেকেই বিকল্প পথ বেছে নেওয়া সম্ভব ছিল।
তিনি বলেন, বর্তমানে খিলক্ষেত বাসস্টপ এলাকায় ও কিছুদিন আগে খিলক্ষেত বাজার এলাকায় এই কাজটি চলছে। খিলক্ষেত ও এর ভেতরের এলাকাগুলোতে কয়েক লাখ মানুষ বসবাস করেন। তাই এসব মানুষের পথচলা নির্বিঘ্ন রাখতে পথ বন্ধ রাখার মতো যেকোনো কাজে আগাম ঘোষণা দেওয়ার অনুরোধ জানান তিনি।