কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর শালদাহর মৃত নওশেরের ছেলে সুরুজ আলী বাবু (৪১)। পেশায় স্বর্ণকার। টানা পোরানের সংসার। কোনো রকম বিধবা মা স্ত্রী আর তিন ছেলেমেয়ে অভাবের সংসারের মধ্যেই সুখেই দিন কাটছিল। মেয়ে সুমাইয়া খাতুন (১৭) এবার এসএসসির পরীক্ষার্থী। ছেলে ফয়সালকে (১০) হাফেজ করার প্রবল ইচ্ছায় ভর্তি করেছিল মাদ্রাসায় আর ছোট মেয়ে রুবাইায়াকে (৭) সবেমাত্র প্লে গ্রুপে ভর্তি করেছিল। কিন্তু মানুষের অধিকার আদায়ের জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে ঘাতক বুলেটের আঘাতে নিহত হয় বাবু। চোখের পলকে একটি স্বপ্নের ইতি হয়ে যায়। একমাত্র উপার্জন করা মানুষকে হারিয়ে দিশে হারা হয়ে পড়েছে তার পরিবার। অনিশ্চিত হয়ে গেছে তিন ছেলে মেয়ের ভবিষ্যৎ ও লেখাপড়া। স্থানীয় ও স্বজনদের সাহয্য সহযোগিতা নিয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে বাবুর পরিবার। ঘটনার ৪ মাস পেরিয়ে গেলেও শোকের ছায়া ঘিরে রেখেছে বাবুর পরিবারকে। সুরুজ আলী বাবুর বৃদ্ধা মা রাহেলা খাতুনের (৭০) কান্না এখনও থামছে না। তৎকালীন সময়ের কুষ্টিয়া মডেল থানার পুলিশের এসআই সাহেব আলীর গুলিতে সুরুজ আলী বাবু নিহত হয়েছে বলে দাবি করে তার (সাহেব আলীর) বিচারের দাবি করেছেন তার স্ত্রী ফাহিমা খাতুন। গত ৫ আগস্ট গণঅভ্যুথানে বীরত্বের সঙ্গে ছাত্র-জনতার প্রথম সারিতে থেকে দূর্বার আন্দোলন গড়ে তুলেছিল সুরুজ আলী বাবু। পুলিশের এলোপাথারি গুলিকে উপেক্ষা করে দৃড়ভাবে অবস্থান করেন কুষ্টিয়ার থানা মোড়ে। স্বৈরশাসক হাসিনার পদত্যাগের পর ৩টার দিকে গুলিবিদ্ধ হলে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, বাবু খুব কষ্ট করে সংসার চালাত। স্বর্ণের দোকানে কাজ করে যতটুকু ইনকাম করত তা তিন ছেলেমেয়ের পেছনে খরচ করত। ছেলে আর মেয়েতে নিয়ে তার স্বপ্নের তাজমহল গড়ে তুলেছিল। কিন্তু দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে শহীদ হয়। জেলা জামায়াতের থেকে আর্থিক সহযোগিতা পেয়েছিল। কিন্তু সরকারি ভাবে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায়নি। তারা আরও জানান, সুরুজ আলী বাবুর ছেলে মেয়েদের লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। তার ছেলেমেয়েরা যেন ঠিকমতো লেখাপড়া চালিয়ে যেতে পারে সেজন্য আমরা সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। অশ্রুসিক্ত নয়নে মা রাহেলা খাতুন বলেন, আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। আমার ছেলেকে যারা গুলি করে হত্যা করেছে তার বিচার চায়। আমার নাতি নাতনির লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। আয় করার মানুষ নেই। সরকার সাহায্য না করলে আমরা না খেয়ে মারা যাব। আব্বু মারা যায়নি আমার বিশ্বাস হয়না এমন মন্তব্য করে সুরুজ আলী বাবুর ছেলে ফয়সাল জানান, আমি মাদ্রাসায় ছিলাম। আমার বন্ধু কয় ‘তোর আব্বা মরে গেছে’ আমি বিশ্বাস করিনি। বৈষম্যবিরোধী আন্দোলনে আমার আব্বু গুলিতে মারা গেছে। আমার আব্বু নেই আমাদের এখন কেউ ভালোবাসে না। আমার আব্বুকে যারা হত্যা করেছে তাদের বিচার চায়। কান্নাজড়িত কন্ঠে স্বামী হত্যাকারির বিচার চেয়ে ফাহিমা খাতুন জানান, মৃত্যুর আধা ঘণ্টা আগে আমার সঙ্গে ফোনে কথা হয়েছিল। আমি বাবার বাড়িতে গিয়েছিলাম। পরে শুনি তার গায়ে এসআই সাহেব আলী গুলি করেছে। খবর শুনে ৩টার দিকে হাসপাতালে যেয়ে শুনি আমার স্বামী মারা গেছে। আমি আমার তিন ছেলেমেয়েকে কিভাবে মানুষ করব।
তিনি বলেন, আত্মীয়স্বজনরা বাজার করে দিয়েছিল তাই আমরা খাচ্ছি। আমার শাশুড়ি সেও খুব অসুস্থ তার ওষুধ কিনে দেয়ার সামর্থন নেই। কেউ সাহায্য না করলে না খেয়ে থাকতে হয়। অল্প কিছু আর্থিক সাহায্য পেয়েছিলাম। আমার স্বামীর কিছু দেনা ছিল। সেই টাকা দিয়ে কিছু দেনা শোধ করেছি। এখন সরকার সাহয্য না করলে ছেলেমেয়ে নিয়ে না খেয়ে মরতে হবে। তিনি আরও জানান, আমি আমার স্বামি হত্যার বিচার চায়। এসআই সাহেব আলী গুলি করে আমার স্বামীকে হত্যা করেছে। আমি তার ফাঁসি চায়। আমি স্বামী হত্যার মামলা করতে পারিনি। ভিনদেশি এক ছেলে বাদী হয়ে মামলা করেছে। আমি তাকে চিনি না।