সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তের ওপারে ভারতীয় খাসিয়ারা বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শাহেদ মিয়া (২৫) নামের যুবক বৃহস্পতিবার নিহত হন। শুক্রবার সন্ধ্যায় তার প্রাণহানির খবর জানান বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ এমদাদুল হক।
শাহেদ কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোসাহিদ মিয়ার ছেলে। তিনি চোরাচালান কারবারে দীর্ঘদিন ধরে জড়িত বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।
বিজিবির ভাষ্য, বৃহস্পতিবার রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সে দেশের খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান শাহেদ। একপর্যায়ে তাদের গুলিতে নিহত হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাতটার দিকে শাহেদসহ আরও কয়েকজন অবৈধভাবে মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করেন। রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় শুক্রবার সকালে পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, শাহেদের গুলিবিদ্ধ মরদেহ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরির বাঁশকোনা এলাকার ১ হাজার ৩১৯ নম্বর পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে।
শাহেদের পরিবারের দাবি, মরদেহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় বিএসএফের সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে।
স্থানীয়রা বলছেন, ভারত থেকে অবৈধভাবে চিনি ও অন্যান্য পণ্যসামগ্রী বহনের জন্য অনেকে ভারতে অনুপ্রবেশ করে থাকেন।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ভারতের অভ্যন্তরে বাংলাদেশি যুবকের মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে জানানো হয়েছে।