বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিনে নানা আনুষ্ঠানিকতা শেষে রাজধানীসহ সারা দেশের নদী ও পুকুরে চলে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন। বৃহস্পতিবার ভোর থেকেই মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় দেখা যায়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে বিজয়ার প্রার্থনা করেন। এরপর শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জন স্থলে। ঢাক-ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে মুখর ছিল পরিবেশ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ বলছে, গত বছরের চেয়ে এ বছর আনন্দ, শান্তিতে পূজা উদযাপন হয়েছে।
সারাদেশে এ বছর ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরে পূজার সংখ্যা ২৫৮ টি। এসব মণ্ডপে শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রতিটি মণ্ডপে মণ্ডপে লাগানো হয় সিসিটিভি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক কমিটি করা হয় মণ্ডপ পাহারার জন্য।
প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত তুলে ধরা হলো:
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে শুরু হয় একে একে প্রতিমা বিসর্জন। এ সময় বিসর্জন দেখতে মানুষের ঢল নামে। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল।
তবে বৈরী আহাওয়া থাকায় প্রতিমা বিসর্জনে কিছুটা বেগ পেতে হয়েছে ভক্তদের। পতেঙ্গা সমুদ্রসৈকত ছাড়াও নগরীর পাথরঘাটা গঙ্গাবাড়ি এলাকায় কর্ণফুলীতে, কালুরঘাট এলাকায়, কাট্টলী রানী রাসমনি ঘাটেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বৃহম্পতিবার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য ট্রাকবাহী প্রতিমা নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে পূজারী ও ভক্তরা জড়ো হতে শুরু করেন পতেঙ্গা সৈকতে। এরপর শুরু হয় প্রতিমা বিসর্জনের পালা।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান উদ্দীন জানান, শান্তিপূর্ণভাবে সাগরে প্রতিমা বিসর্জন দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা। নির্বিঘ্নে প্রতিমা বিসর্জনের জন্য পতেঙ্গা সমুদ্রসৈকত ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে গত রোববার সকালে মণ্ডপে মণ্ডপে বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিন ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়েই সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
এবার নগরীর প্রধান পূজামণ্ডপ জেএমসেন হলসহ ১৬টি থানায় ব্যক্তিগত, ঘটপূজাসহ ২৯২টি পূজামণ্ডপে পূজা উদযাপন হয়েছে। এছাড়া চট্টগ্রামের ১৫ উপজেলায় মোট পূজামন্ডপের সংখ্যা ২ হাজার ২০২টি। এর মধ্যে প্রতিমা পূজামন্ডপের সংখ্যা এক হাজার ৫৮৫টি এবং ঘট পূজার সংখ্যা ছিল ৬১৭টি।
গাংনী প্রতিনিধি জানান, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় উসৎব দুর্গা পুজা। আইনশৃংখলা বাহিনীর সদস্যদের পাশাপাশি এবারে নির্বিঘ্নে পুজা উদযাপনের লক্ষে সীমান্ত এলাকার পুজামন্ডব গুলোতে টহল সহ নিরাপত্তায় কাজ করছে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিজয়া দশমীতে মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদহ পূজামণ্ডব পরিদর্শন করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)র সেক্টর কমান্ডার কর্ণেল আহসান হাবীব পিএসসি, জি।
এসময় আরো উপস্থিত ছিলেন, লেঃ কর্ণেল মো. মাহবুব মোর্শেদ রহমান পিএসসি, অধিনায়ক কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি, মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম অতিরিক্ত পরিচালক, কুষ্টিয়া সেক্টর।
পরির্দশনকালে পূজা কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তাদের হাতে উপহার তুলে দেন।
কর্ণেল আহসান হাবীব পিএসসি, জি, সেক্টর কমান্ডার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছেন, বিজিরি মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ছিল, আমরা বিজিবি সদস্যরা সিমান্তের নিকটবর্তী এবং দায়িত্বপূর্ণ এলাকা আছে। সেই জায়গাগুলোতে সুন্দরভাবে দায়িত্ব পালন করব যাতে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা উৎসবমুখর পরিবেশে নিবিঘ্নে পূজা উদযাপন করতে পারে। আপনারা জানেন বাংলাদেশে আবহমান কাল থেকেই সুন্দর একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের যে উৎসব আছে সেগুলো উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করি। ঠিক একই ভাবে এবারো পালন করছি। আমাদের মহাপরিচালকের নির্দেশনা আছে বিজিবি হবে সিমান্তের আস্থা ও নির্ভরতার প্রতীক। সেই আস্থা ও নির্ভরতার প্রতীক আমরা সবার সাথে মিলে মিশে আপনাদের পাশে আছি। যে কোনো অনুষ্ঠানে দুর্যোগ কিংবা কল্যানে জনগনের সাথে আছি।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোণায় সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজার মহানবমী অনুষ্ঠিত হয়েছে। জেলার ৫১৪টি পূজামনণ্ডপে দুর্গাপূজার মহানবমীতে ভক্তরা দেবীর পায়ে ফুল, বেরপাতা দিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। ঢাকেরবাদ্য, উলুধনি, চন্ডীপাঠ, পূজাঅর্চনা ও ভক্তদের উপস্থিতিতে মুখরিত ছিল মণ্ডপগুলো। এ ছাড়াও প্রতিটি মণ্ডপে মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা দেবীর প্রতি অঞ্জলি নিবেদনের সময় দেশ ও সমাজের শান্তি, রক্ষায় প্রার্থনা করেন। নেত্রকোনা জেলা শহরসহ উপজেলাগুলোতেও একইভাবে ছিল উৎসবে সরব। ইতিমধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালিসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। অপরদিকে বাংলাদেশ জামায়েতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পূজাণ্ডপের নিরাপত্তায়, আনসার, সেনা বাহিনী, র্যাব ও বিজিবির টহল দল কাজ করছে।
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, শারদীয় দুর্গোৎসবের শেষদিন বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনকে ঘিরে লাখো মানুষের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। বৃহস্পতিবার সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে শুরু হয় দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা।
জেলার সাত উপজেলার মণ্ডপের প্রতীমা ট্রাকে করে সৈকতে আনা হয়। পাশাপাশি পার্বত্য জেলা বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি থেকেও প্রতিমা বহর যোগ দেয়। অন্যদিকে চকরিয়া ও পেকুয়ার প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয় মাতামুহুরী নদীতে। বিকেল পাঁচটার দিকে মন্ত্রপাঠের মধ্য দিয়ে প্রতিমাগুলো সাগরে বিসর্জন দেওয়া হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু বলেন, ‘প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দূর-দূরান্ত থেকে আসা হিন্দু ধর্মাবলম্বীরা সাগর তীরে একত্রিত হয়ে মা দুর্গাকে বিদায় জানিয়েছেন।’
তিন স্তরের নিরাপত্তা: আয়োজনকে ঘিরে সৈকতে ছিল কঠোর নিরাপত্তা। সকাল থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা টহল দেন। জরুরি পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন একটি কন্ট্রোল রুমও চালু করে।
জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, ‘তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিতে প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে।’
পর্যটকের ঢল: বিজয়া দশমী ও চার দিনের ছুটি ঘিরে কক্সবাজারে পাঁচ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে বলে জানিয়েছে হোটেল-মোটেল মালিক সমিতি। সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘হোটেলগুলোর শতভাগ রুম আগেই বুক হয়ে গেছে। অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
নারায়ণগঞ্জ থেকে প্রতীমা বিসর্জন দেখতে আসা ব্যবসায়ী রাতুল দে বলেন, ‘কক্সবাজারের আয়োজনটাই দেশের সবচেয়ে বড়। মা-কে বিদায় দিতে এসেছি। প্রশাসনের সেবা প্রশংসনীয়।’
এদিকে সুস্পষ্ট লঘুচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। আবহাওয়া অধিদপ্তর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে।
সী সেইফ লাইফ গার্ডের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, ‘লাইফগার্ড সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তবে গুপ্তখাল এলাকায় গোসল ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকদের সচেতন থাকা জরুরি।’
রূপগঞ্জ প্রতিনিধি জানান, ‘পূজা এখন সার্বজনিন। সবাই মিলে মিশে বাঙালিয়ানা উৎসব পারন করেছি। এখানে কোনো বেধাবেদ ছিল না, বাঙালি উৎসব পেলেই মাতে। হোক সেটা পূজা কিংবা ঈদ। এবার নিরাপদে নির্বিঘ্নে দূর্গাপূজা পালন হয়েছে। আজসহ বিগত দুই দিনে ২৫টি পূজামণ্ডপ পরিদশর্ন শেষে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সদেস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া। বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা কায়েত পাড়া ইউনিয়ন নয়া মাটি,দেল পাড়া নাওড়া সহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এসময় আরো উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান হুমায়ুন সভাপতি রূপগঞ্জ থানা বিএনপি, কায়েত পাড়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট গোলজার হোসেন ভুইয়া, আনোয়ার মোল্লা, বকতিয়ার উদ্দিন আহমেদ, ফরিদ আহমেদ যুবরাজ, আমিনুল ইসলাম প্রিন্স ভারপ্রাপ্ত আহবায়ক রূপগঞ্জ থানা যুবদল,নুর হাসান বাবুল সদস্য সচিব রূপগঞ্জ থানা যুবদল, হাজী সেলিম সভাপতি কায়েত পাড়া ইউনিয়ন বিএনপি, মো. কামাল নাছের সভাপতি কায়েত পাড়া ইউনিয়ন যুবদল, মো. মামুন মিয়া সাধারণ সম্পাদক কায়েত পাড়া ইউনিয়ন যুবদল, শিপলু জাহান শান্ত, মো. আবু বকর ছিদ্দিক ভূইয়া সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক কায়েত পাড়া ইউনিয়ন যুবদল,আকতার হোসেন সভাপতি ৫ নং ওয়ার্ড যুবদল,সাধারণ সম্পাদক মো. তারেক, মো. নাসির উদ্দিন সিনিয়র সহ সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি, ফারুক ভূইয়া সাধারণ সম্পাদক কায়েত পাড়া ইউনিয়ন কৃষক দল,দীল মোহাম্মদ দিলু সাংগঠনিক সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপি,আলি আহমেদ সহ সাধারণ সম্পাদক ৫ নং ওয়ার্ড বিএনপিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন, এবং দিপু ভূইয়ার পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে নগদ আর্থিক সহযোগিতা করেন মো. মামুন মিয়া।
সিলেট ব্যুরো জানান, পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুরমা নদীর তীরে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বির্সজন দেওয়া হয়। সুরমার তীরজুড়ে ছিল বিষাদের সুর।
গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই বিকেল থেকে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টার বাজনার তালে তালে বিভিন্ন মন্দির, পাড়া ও মহল্লা থেকে শোভাযাত্রা নেওয়া হয় সুরমার তীরে। পরে নৌকায় নদীর মাঝখানে দেওয়া হয় বিসর্জন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, এসএমপি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যঞ্জয় ধর ভোলা, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আহ্বায়ক ও কল্যাণ ফ্রন্টের ট্রাস্ট্রি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মলয় লাল ধর, মুন্না ঘোষ, হিরন্ময় দেব, রনি পাল, বাপ্পি বড়ুয়া।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলা ও মহানগর শাখার তথ্য অনুযায়ী, এ বছর সিলেট জেলা ও মহানগরে ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিলেট নগরে সার্বজনীন ১৪২টি ও পারিবারিক ২০টি পূজা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জেলায় সার্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি পূজা হয়।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ নগরীর কাচারিঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে আনন্দঘন পরিবেশে মহানগরের সব প্রতিমার বিসর্জন সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।
প্রতিমা বিসর্জন ঘাটে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতারু উল আলম, র্যাব-১৪ এর মহাপরিচালক মহিবুল ইসলাম খান, ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বিসর্জনকে ঘিরে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা কঠোর নিরাপত্তায় দায়িত্ব পালন করে। র্যাব সদস্যরা নৌকা নিয়ে নদীতে বিশেষ টহল দেয়।
এ বছর ময়মনসিংহ জেলায় ৭৮১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলার প্রতিটি উপজেলায় পূজা সম্পন্ন হয়।