পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটার জন্য ঝালকাঠিতে ‘প্রশান্তি’ নামের সস্তার বাজার চালু করা হয়েছে।
জেলা পুলিশ সুপার ও পৌর প্রশাসককে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে ফিতা কেটে বিনা লাভের বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আশরাফুর রহমান।
ঝালকাঠি জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ক্যাব ও বণিক সমিতির পরিচালনায় রমজান মাসজুড়ে চালু থাকবে বাজারটি। শহরের বাহের রোড (শিতলাখোলা) শাহী স্কুল এলাকায় বসানো হয়েছে এ বাজার।
রমজানে এ বাজারে ৩০ টাকা কেজি দরে চাল, ২৪ টাকা কেজি দরে আটা, সয়াবিন তেল ১৭৩ টাকা লিটার, চিনি প্রতি কেজি ১১৬ টাকা, মসুর ডাল ১০০ টাকা, মটর ডাল ৫৮ টাকা, চিড়া ৫৮ টাকা এবং গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
এ ছাড়া গরুর দুধ ৮০ টাকা লিটারসহ রমজান মাসের প্রয়োজনীয় ১৮টি পণ্য সুলভ মূল্যে বিক্রি করা হবে বাজারটিতে।
উদ্বোধন অনুষ্ঠানে ক্রেতাদের উদ্দেশে বক্তব্য দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. কাওছার হোসেন।
ডিসি আশরাফুর রহমান বলেন, ‘নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষকে সহায়তা করার লক্ষ্যে এ ধরনের বাজার স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়ছে, যাতে তারা সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন।
‘এ ধরনের কার্যক্রম সমাজে সহানুভূতি ও সমবেত প্রয়াসের অনুপ্রেরণা জোগাবে।’