বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যু হয়েছে, যার বয়স হয়েছিল ৮২ বছর।
ঢাকার ধানমন্ডির বাসভবনে মঙ্গলবার ভোর ছয়টার দিকে মৃত্যু হয় তার।
আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নূরুল আজিম হিরু ইউএনবিকে মৃত্যুর বিষয়টি জানান।
তিনি জানান, সকালে আবদুল্লাহ আল নোমান কিছুটা অসুস্থ বোধ করেন। তাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার আগেই বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বিএনপির বর্ষীয়ান এ রাজনীতিকের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকায় জানাজা শেষে আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে বলে জানায় পারিবারিক সূত্র।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির মঙ্গলবারের সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল আবদুল্লাহ আল নোমানের। তার মৃত্যুর পর সমাবেশটি স্থগিত করা হয়।