বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের সময় বেঁধে দিলেন ঢাবি শিক্ষার্থীরা

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র সাকিব আহমেদ বলেন, ‘ঢাকা শহরের প্রতিটি অলিগলিতে চাঁদাবাজ, ছিনতাইকারী আর ডাকাতরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব প্রতিরোধ করতে না পারার কারণে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে বসার নীতিগত যোগ্যতা হারিয়েছেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

দেশে ছিনতাই, ডাকাতি বেড়ে যাওয়াসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে সোমবার রাত সোয়া একটার দিকে বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা।

ওই সময় শিক্ষার্থীরা ‌‘জুলাই রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই’, ‘সুশীলতার দিন শেষ, বিচার চায় বাংলাদেশ’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখান থেকে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র সাকিব আহমেদ বলেন, ‘ঢাকা শহরের প্রতিটি অলিগলিতে চাঁদাবাজ, ছিনতাইকারী আর ডাকাতরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব প্রতিরোধ করতে না পারার কারণে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে বসার নীতিগত যোগ্যতা হারিয়েছেন।’

তিনি বলেন, ‘শুধু এই স্বরাষ্ট্র উপদেষ্টা না, পুলিশ এবং আর্মি যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তাদের গত ছয় মাসের কার্যক্রমের জবাবদিহিতা আমরা চাই।

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র আজিজুল হক বলেন, ‘অব্যাহত খুন, রাহাজানি, ধর্ষণ আর চাঁদাবাজিতে দেশ ভরপুর হয়ে গিয়েছে। আমরা মধ্যরাতে রাস্তায় নেমেছি অন্তর্বর্তীকালীন সরকারের এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে।

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তার পদত্যাগ নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।’

এ বিভাগের আরো খবর