ঘন কুয়াশার কারণে রবিবার মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে ছয়টি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে।
পরে তিনটি ফ্লাইট কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর ও তিনটি সিলেটে গিয়ে অবতরণ করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে কুয়েত সিটি থেকে আগত কুয়েত এয়ারওয়েজের দুটি ফ্লাইট ও ওমানের মাস্কাট থেকে আগত সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। এ ছাড়াও আরও তিন ফ্লাইট সিলেটে অবতরণ করে। পরবর্তী সময়ে সকাল ৯টার পর ফ্লাইটগুলো ঢাকায় ফিরে অবতরণ করে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম বলেন, ঘন কুয়াশার জন্য কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো হয়েছে। এখন ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল ১০টা থেকে স্বাভাবিক।
অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ট্রাফিক জটের সৃষ্টি হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। তার মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গালফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুর, ড্রুক এয়ারের পারো থেকে আগতসহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে মধ্যরাতে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। ওই সময় অনেক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।
এ অবস্থা রবিবার রাত আড়াইটা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত চলে।