বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে মতবিনিময় সভায় তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা

  • তারিকুল ইসলাম তুহিন, বরিশাল ব্যুরো   
  • ২০ আগস্ট, ২০২৫ ২২:৪৪

চলমান জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’র প্রস্তাবনা তুলে ধরেছে হেযবুত তওহীদ।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটি তাদের প্রস্তাবিত আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরে।

সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা গ্রন্থের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রকাঠামোর ধারণা উপস্থাপন করেন।

তিনি বলেন, স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধানে ১৭ বার সংশোধনী আনা হয়েছে, অসংখ্য নতুন আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু জাতির মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। কারণ, আমরা মানবরচিত আইন ও জীবনব্যবস্থা দ্বারা পরিচালিত হচ্ছি। এই ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমরা আজও ব্রিটিশ ঔপনিবেশিক আইন দ্বারা শাসিত হচ্ছি। অথচ অনেকে কোরআনের বিধানকে ১৪০০ বছরের পুরোনো বলে অচল মনে করেন। ব্রিটিশ আইনের অন্ধ অনুসরণে দেশে মামলার জট বাড়ছে, সমাজে বাড়ছে অন্যায়-অবিচার।

তিনি উল্লেখ করেন, ইসলামে আধুনিক গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার সাথে কোনো সাংঘর্ষিকতা নেই। যেমন ইমাম নির্বাচনের ক্ষেত্রে মুসল্লিদের সমর্থন জরুরি, তেমনি রাষ্ট্র নেতৃত্বও হতে হবে জনগণের সমর্থিত। তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি সংসদে গিয়ে আইন প্রণয়ন করে। অথচ বিধানদাতা হতে পারেন একমাত্র আল্লাহ। আল্লাহকে আংশিক মানা বা মান্য করা শিরক।

সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন।

বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ, আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, ঢাকা বিভাগের সহ-সভাপতি আল আমিন সবুজ, নারী বিভাগের যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা এবং বরিশাল মহানগর সভাপতি নুর মোহাম্মদ আরিফ প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার আলোকে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সেই শিক্ষাকে অনুসরণ করেই একটি তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রনীতি, বিচারব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর মর্যাদা, আইনসভা এবং সামাজিক সুরক্ষা কার্যকরভাবে গড়ে তোলা সম্ভব।

সভায় উপস্থিত সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ নিজেদের মতামত ব্যক্ত করেন। বক্তারা মনে করেন, রাষ্ট্র পরিচালনায় আল্লাহর হুকুম অনুসরণ করলেই ন্যায়ভিত্তিক শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

উল্লেখ্য, হেযবুত তওহীদ সারাদেশে সেমিনার, গোলটেবিল বৈঠক, আলোচনা সভা ও মতবিনিময় সভার মাধ্যমে তাদের প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরছে।

এ বিভাগের আরো খবর